হোক সমাপ্ত নিদারুণ যত যন্ত্রণা
শতযুগ ধরে আবর্জনা স্তূপ গর্ভে জমা বিতৃষ্ণা
চাপা পড়া আর্তনাদের হোক আত্মপ্রকাশ
কবির কলমে জ্বলুক মশাল
যদি মিলে অবকাশ
হোক সমাপ্ত নিদারুণ যত যন্ত্রণা
শুভ্র শতস্বপ্ন জড়িয়ে বেড়ায়
অশ্রুকণা
অগাধ ভালবাসায় মৌলিকত্ব ফুরায়
মন-গহীনে বাসা বাঁধে মেঘ
গভীর হতাশায়
হোক সমাপ্ত নিদারুণ যত যন্ত্রণা
আশা জাগায় জীবনের তৃষ্ণা
চৌমাথায় পাগলিটার স্বপ্ন জড়িয়ে সিনড্রেলা
রাস্তার নোংরা নেড়ি কুকুর
প্রহরী সাজে রাত্রিবেলা
হোক সমাপ্ত নিদারুণ যত যন্ত্রণা
ঠিকানাবিহীন বিশ্বাস খুঁজে আস্তানা
‘বিদ্রোহ’ প্রকৃতি ফুঁসে ধেয়ে আসছে বিপর্যয়
‘ঘূর্ণিঝড়’ তাণ্ডব ঘুচে যাক
হোক মানবতার জয়
ছন্দময় জীবনধারায় বহে যাক নির্মল ঝরনা
হোক সমাপ্ত নিদারুণ যত যন্ত্রণা
মনুষ্যত্ব জাগ্রত হোক,
হোক শান্তির পদচারণা ।।