এইদিন ওয়েবডেস্ক,ফাঁসিদেওয়া,১৯ সেপ্টেম্বর : ধর্ষকদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লক । ফের ঘটল ধর্ষণের ঘটনা । এবার আড়াই থেকে ৩ বছরের ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে । সোমবার বিশ্বকর্মা পূজোর রাতে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের এই ঘটনার পর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । শিশুটির অবস্থা আশঙ্কাজনক । এদিকে এই ঘটনার পর দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । মানবতাকে লজ্জিত করার মত এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা ।
জানা গেছে,ভিন রাজ্যের বাসিন্দা এক দম্পতি বেশ কিছুদিন ধরে ঘোষপুকুর এলাকায় বসবাস করছেন । পরিবারটি রাতে একটি পরিত্যক্ত সরকারি ঘরে ঘুমোয় । স্থানীয় বাসিন্দা রামকৃষ্ণ দেবরাজ উত্তরবঙ্গ সংবাদকে জানিয়েছেন, সোমবার বিশ্বকর্মা পূজোর রাতে স্থানীয় একটি শিব মন্দিরের চাতালে দাদার পাশে শুয়ে ঘুমচ্ছিল শিশুটি । সেই সময় শিশুকে তুলে পার্শ্ববর্তী ট্রাক টার্মিনাসে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালায় কেউ বা কারা । পরে শিশুটির মা স্থানীয় কয়েকজন ব্যবসায়ীদের সঙ্গে মেয়েকে খুঁজতে বের হয় । শেষে ট্রাক টার্মিনাসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ওই শিশুটি । দ্রুত শিশুটিকে ভর্তি করা হয় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় । তার আগে ঘটনার কথা জানানো হয় ঘোষপুকুর ফাঁড়িতে । তিনি বলেন,’এই ঘটনায় গোটা এলাকা ক্ষোভে ফুঁসছে । দোষীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি আমরা ।’
জানা গেছে,এই ঘটনার পর ট্রাক টার্মিনাসের যাবতীয় ট্রাক আটকে দেয় পুলিশ । সেই সঙ্গে নতুন কোনো ট্রাককে ঢুকতে দেওয়া । পাশাপাশি ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।
প্রসঙ্গত,ফাঁসিদেওয়া ব্লকে ধর্ষণ,গনধর্ষণ,ধর্ষণের চেষ্টা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । গত ১৫ আগস্ট এক আদিবাসী যুবতীকে গনধর্ষণের ঘটনা ঘটেছিল । ঘটনার বিবরণে জানা গেছে,চাকরির প্রলোভন দেখিয়ে ঘোষপুকুর এলাকার বাসিন্দা ওই তরুনীকে নিয়ে যায় জনৈক এক দুষ্কৃতী । তারপর একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে পানীয়ের মধ্যে নেশার দ্রব্য মিশিয়ে তাকে বেহুঁশ করে ৬ জন নরপশু মিলে তরুনীকে উপর্যুপরি ধর্ষণ করে । যদিও গ্রেফতার করা হয় ধর্ষকদের । এদিকে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকে একের পর এক ধর্ষণের ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ।।