এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৯ সেপ্টেম্বর : দীর্ঘ বেশ কয়েক বছর পর অবশেষে শুরু হল পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের নিকাশি নালা পরিষ্কারের কাজ । স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের বর্জ্য সামগ্রীতে বুজে যাওয়া নালাটি মূর্তিমান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ভাতার বাজারের একাংশের বাসিন্দাদের কাছে । জল নিকাশি না হওয়ায় অল্প বৃষ্টিতেই কিছু কিছু পাড়ায় দীর্ঘস্থায়ী জল জমে থাকতো । ফলে চুড়ান্ত নাকাল হতে হত সাধারণ মানুষকে । অবশেষে ভাতার গ্রাম পঞ্চায়েতের তরফে নিকাশি নালাটি পরিষ্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা ।
জানা গেছে,জল নিকাশির সুবিধার্থে কয়েক দশক আগে ভাতারের কুলচণ্ডা গ্রামের মোড়ের কাঁদর থেকে ভাতার বাসস্ট্যান্ড পর্যন্ত বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে একটি পাকা নিকাশি নালা নির্মান করা হয়েছিল । ভাতার গ্রাম পঞ্চায়েতের তরফে ওই নালা নির্মিত হয় । কিন্তু সময়ের সাথে সাথে কোথাও কোথাও নালার দু’পাশের ঢালাই হেলে যাওয়ায় এবং স্থানীয় ব্যবসায়ী বাসিন্দাদের ফেলা বর্জ্যে নালাটি কার্যত বুজে যায় । ফলে অল্প বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জল ছাপিয়ে রাস্তায় জমা হত । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,নালাটি সংস্কারের জন্য বারবার আবেদন জানানো হলেও বিগত তৃণমূল পঞ্চায়েতের তরফে কোনো উদ্যোগই নেওয়া হয়নি । অবশেষে নালাটি পরিষ্কারের কাজ শুরু হওয়ায় তারা খুশি ।
স্থানীয় তৃণমূল নেতা শুভ্রাংশু বুট বলেন,’২-৩ বছর নালাটি পরিষ্কার হয়নি । ফলে কোথাও কোথাও বুজে গিয়েছিল । পঞ্চায়েতের নিজস্ব ফান্ড থেকে আজ মঙ্গলবার থেকে নালাটি পরিষ্কারের কাজ শুরু হয়েছে ।’ আপাতত কুলচণ্ডা গ্রামের মোড়ের কাঁদর থেকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে পর্যন্ত নালাটি পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন তিনি । তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু পরিষ্কার করাই নয়, নালাটি সংস্কার করা হোক । কারন কোথাও কোথাও নালার ঢালাই হেলে গেছে, ফলে জল নিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে । স্থানীয়দের এই দাবি প্রসঙ্গে শুভ্রাংশুবাবু জানিয়েছেন, বিষয়টি ভেবে দেখা হবে ।।