এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১৯ সেপ্টেম্বর : সাটানি সেটগালিয়েভনা কাজানোভা (Sataney Setgalievna Kazanova) হলেন রাশিয়ান পপ গার্ল গ্রুপ ফ্যাব্রিকার প্রথম সারির তিনজন সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম । পাশাপাশি তিনি খ্যাতনামা রাশিয়ান মডেল এবং টিভি অভিনেত্রী । মুসলিম অধ্যুষিত কাবার্ডিনো-বাল্কারিয়ান প্রজাতন্ত্রে এক মুসলিম পরিবারে জন্ম তাঁর । কিন্তু তিনি বর্তমানে হিন্দু ধর্মাবলম্বী । দেবী দূর্গার আদর্শে অনুপ্রাণিত এই গায়িকা নিজের নাম পরিবর্তন করে রেখেছে সতী কাজানোভা (Sati Kazanova) । মরিশাস দ্বীপের হিন্দু ধর্মগুরু বিশ্বানন্দের অনুসারী সতী বর্তমানে সম্পূর্ণ নিরামিষভোজী এবং গানবাজনার পাশাপাশি যোগ অনুশীলনে কাটছে তাঁর জীবন । গোটা বিশ্বজুড়ে কয়েক হাজার মানুষকে ফিরিয়ে এনেছেন সনাতন ধর্মের শীতল ছাওয়ায় ।
সতী কাজানোভা ২০০২ সালে ফেব্রিকার সদস্য হিসাবে রাশিয়ান ট্যালেন্ট হান্ট শো স্টার ফ্যাক্টরির প্রথম মরসুমে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিল । ২০০৬ সালে সবচেয়ে স্টাইলিশ মহিলা গায়কের জন্য অ্যাস্ট্রা (রাশিয়ান: Астра) পুরস্কার জিতেছিলেন। ২০০৯ সালে ৫ অক্টোবর তিনি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি আসলান তখাকুশিনভ কর্তৃক প্রজাতন্ত্রের সম্মানিত শিল্পী উপাধিতে ভূষিত হন।
কিন্তু এত কিছু সাফল্যের আগে এক সময় হতাশায় ভেঙে পড়েছিলেন সতী কাজানোভা । এমনকি আত্মহত্যার পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন । আর তখনই মরিশাসের হিন্দু ধর্মগুরু বিশ্বানন্দের সংস্পর্শে আসেন তিনি । সনাতন ধর্মের প্রতি তিনি এতটাই আকৃষ্ট হন যে ধর্মান্তরিত হয়ে ধর্মগুরু বিশ্বানন্দের কাছে দীক্ষা নেন । সতী কাজানোভার কথায়,’ধ্যান আর বৈদিক মন্ত্র শক্তির প্রভাবে আস্তে আস্তে আমি নিজেকে ফিরে পাই । বিশেষ করে বৈদিক মন্ত্র উচ্চারণে আমি শক্তি পাই ।’
রাশিয়ার দক্ষিণ অংশে অবস্থিত উত্তর ওসেটিয়া-আলানিয়া প্রজাতন্ত্রের শহর ভ্লাদিকাভকাজের বাসিন্দা ইতালীয় ফটোগ্রাফার স্টেফানো তিওজোকে বিয়ে করেন সতী কাজানোভা । গুরু বিশ্বানন্দের কাছে হিন্দু ধর্মে দীক্ষিত হন সতীর স্বামী স্টেফানো তিওজোকেও । দম্পতি আমিষ খাবার সম্পূর্ণ রূপে ত্যাগ করে দেন । সারাদিনের মধ্যে একটা সময় তাঁদের কাটে ধ্যান করে । তবে সঙ্গীত জগত থেকে সরে যাননি সতী । বর্তমানে সতীর গানের বিষয়বস্তু ‘শিব তাণ্ডব স্তোত্রম’-এর মত বিভিন্ন দেবদেবীর স্তুতি মন্ত্র । বিগত দুই বছরে সতী কাজানোভার এই গান বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে । বিশেষ করে সতীর গাওয়া ‘শিব তাণ্ডব স্তোত্রম’ সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে । আপাদ মস্তক সনাতন অনুসারী প্রখ্যাত ওই সঙ্গীত শিল্পির হাতে আঁকা আছে “ওঁ” ট্যাটু ।।
তথ্যসূত্র : সৌজন্যে উইকিপিডিয়া ।