এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৯ সেপ্টেম্বর : পাকিস্তান অধিকৃত বেলুচিস্তানে একজন আফগান নাগরিকের মস্তকবিহীন দেহ পাওয়া গেছে ।সাইফুল্লাহ নামে মৃত ব্যক্তি একজন খনি শ্রমিক ছিলেন । বেলুচিস্তানের ডোকি জেলায় এই মৃতদেহটি পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী মৃত ব্যক্তির ধরটি উদ্ধার করে নিয়ে যায় ।
মৃত সাইফুল্লাহ মালয়েশিয়ার একটি কয়লা খনিতে কাজ করত । তবে কিভাবে এবং কাদের দ্বারা তিনি এমন নৃশংসভাবে খুন হলেন তা স্পষ্ট নয়। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা মর্মান্তিক হত্যাকাণ্ডের তদন্ত করছি। তালেবানরা এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি । উল্লেখ্য,সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানে নিরীহ জনগনকে হত্যার ঘটনা আকছার ঘটে থাকে । প্রায়ই পাকিস্তানের কোনো না কোনো প্রদেশে মানুষ খুন হয় । তবে ইসলামি স্টেটের(আই এস আই এস) কায়দায় শিরোচ্ছেদ করে মানুষ খুনের ঘটনা ঘটায় চিন্তার ছাপ পাকিস্তানি কর্তৃপক্ষের মধ্যে ।।