আমি স্বপ্ন দেখতে ভালোবাসি
সাদা-কালো সেই স্বপ্ন
কারণ
আমার যে কোনো রঙ নেই।
আমি গান গাইতে ভালোবাসি
আমার গানের কোনও সুর নেই
আমি কবিতা ভালোবাসি
তবে তার কোনও ছন্দ নেই
আমি লিখতে ভালোবাসি
কিন্তু
তার কোনও অর্থ নেই।
আমি তোমায় ভালোবাসি
তার কোনও প্রতিদান নেই
আমি কথা বলতে ভালোবাসি
তবে এর কোনও মুল্য নেই
আমি নেতৃত্ব দিতে ভালোবাসি
কিন্তু
এর কোনও মানে নেই
আমি রাজনীতি ভালোবাসি
তার কোনও অর্থ নেই
আমি ঘুরতে ভালোবাসি
যার কোনও সুযোগ নেই
আমি আমার সব বন্ধুদের ভালোবাসি
যার কোনও বাস্তবতা নেই
আমি যে স্টেটাস লিখি
তারও কোনও মানে নেই
তারপরেও বলি
আমি মানবী, যন্ত্রী নই
কারণ
আমি আছি ভালো, ওই সাদা-কালোয়, আমি তো সাদা-কালো উভয় রঙের স্বপ্ন দেখি,
কিন্তু স্বপ্নের রঙ বর্ণনাহীন
এই সাদা-কালো রঙের মিশ্রনে হয় এক ভিন্ন ধরনের রঙ
কত লুকিয়ে থাকা কবিতা
যা আঁধারে মিশে যায়
আবার কত গল্প,কত অনুভূতি সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে স্মৃতিতেই থেকে যায়
সেই স্বপ্নগুলো সাদা-কালোতেই থেকে যায়।
রাতের অন্ধকার আর চাঁদের আলো যেন সাদা-কালো ছবি
প্রকৃতিও আলো-অন্ধকার
দিন আর রাত্রি যেন সাদা-কালোর আরেক রূপ
এই দিন রাত্রির খেলার মধ্যে লুকিয়ে আছে নানা রঙ
হারমোনিয়াম থেকে দাবার গুটি সবই
সাদা-কালোর খেলা
এই সাদা-কালোর মধ্যেই লুকিয়ে আছে খেলা ভাঙার খেলা….
রাতের অন্ধকারে ঢেকে গেছে আকাশ
,কারণ আমাবস্যার রেশ এখনো কাটেনি আকাশে কখন দেখা মিলবে ওই আলোক বৃত্ত!
এ এক অন্য অনুভুতি
মনে হয় অপেক্ষার প্রহর যেন দীর্ঘতম
এক ধরনের শূণ্যতায় নীরব চারিদিক
এখন অধীর আগ্রহে
আকাশের ওই দিকটার দিকে তাকিয়ে
যে দিকটায় কালোর আড়ালে লুকিয়ে আছে সাদা আলো
রাতের অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে গিয়ে এই লুকায়িত সাদা আলো রূপ নেবে এক বৃত্তাকার আলোয়
এ এক অদ্ভুত ভালোলাগার যন্ত্রণা
সৃষ্টিকর্তা এই ভাবেই সৃষ্টি করেছেন মানুষের মন কে সাদা-কালোয়
তাই প্রকৃতি পূর্ণিমা-অমাবস্যার
এই ১৫ দিনের ব্যবধান সৃষ্টি করেছে পৃথিবীর বুকে….
এখন প্রতীক্ষায় প্রহর গোণা
এই নিকষ কালো আঁধারে সূর্যোদয়ের অপেক্ষায়….