এইদিন ওয়েবডেস্ক,নুহ(হরিয়ানা),১৭ সেপ্টেম্বর : নুহ সাম্প্রদায়িক হিংসায় অভিযুক্ত কংগ্রেসের বিধায়ক মাম্মন খান তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ পুলিশের । পুলিশ লাইনে রিমান্ডে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল এসআইটি (বিশেষ তদন্ত দল)। এই সময় মাম্মন খানকে অনেক প্রশ্ন করে এসআইটি । কিন্তু তিনি কোনো প্রশ্নেরই উত্তর দেননি বলে অভিযোগ । এখন বিধায়কের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের বক্তব্য রেকর্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিট।
উল্লেখ্য, নুহ সাম্প্রদায়িক হিংসার সাথে হরিয়ানার ঝিরকার কংগ্রেসের বিধায়ক মাম্মন খানের নাম যুক্ত হওয়ার পরে, এসআইটি দল বৃহস্পতিবার গভীর রাতে জয়পুর-আজমের (রাজস্থান) মধ্যে ফিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করেছিল। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে মাম্মন খানকে আদালতে হাজির করে দুই দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ ।
এই সময় পুনহানার কংগ্রেস বিধায়ক মোহাম্মদ ইলিয়াস এবং আফতাব আহমেদ মাম্মন খানের সাথে দেখা করার চেষ্টা করেছিল, কিন্তু তাদের দেখা করতে দেওয়া হয়নি। হেফাজতে নিয়ে এসআইটি মাম্মন খানকে জিজ্ঞাসা করেছিল ২৮ থেকে ৩১ জুলাই তিনি কোথায় ছিলেন ? পাকিস্তানের ইউটিউবারের সঙ্গে তার কিসের সম্পর্ক ? সাম্প্রদায়িক হিংসায় জড়িত তৌফিকসহ অন্য আসামিরা এখন কোথায় এবং হিংসায় তাদের ভূমিকা কি ছিল ?-এরকম বহু প্রশ্ন করা হয় তাকে । কিন্তু তদন্তকারী দলের কোনো প্রশ্নেরই উত্তর দেননি তিনি । এসআইটি বিধায়কের ফোন নিজেদের হেফাজতে নিয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট পরীক্ষা করতে ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। বার্তাগুলির পাশাপাশি হিংসায় জন্য অভিযুক্তদের সাথে চ্যাটগুলি পরীক্ষাগারে পরীক্ষা করা হবে।
এদিকে নিরাপত্তার কারণে হরিয়ানার নুহ জেলায় দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। জেলায় ১৪৫ 1রাও পুরোপুরি কার্যকর রাখা হয়েছে৷ জেলার প্রধান সড়ক ও মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।।