এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,১৭ সেপ্টেম্বর : দেবী দূর্গাকে নিয়ে কুড়মি নেতা অজিত মাহাতোর কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে সরগরম পুরুলিয়া । এলাকার কোনো সভায় ভাষণ দেওয়ার সময় তিনি কিছু বিতর্কিত মন্তব্য করে বসেন । সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে অজিত মাহাতোকে বলতে শোনা গেছে,’এই যে দুগ্গা পূজা,বলুন ভালা । যদি দুগ্গার দশটা হাত থাকে,সরস্বতীর চারটে হাত থাকে ,ব্রহ্মার চারটে মাথা থাকে, তাই আবার হয় নাকি? পৃথিবীতে কোথাও কখনো হয়েছে? দুগ্গার যদি দশটা হাত হত,উ তাহলে চিত হয়ে ঘুমতো । ওর ব্লাউজ গুলো কে সেলাই করত? আর সেইটাকেই ওরা দণ্ডবত করছে । আর আমাদের দেবতাকে দণ্ডবত করলে সব দিবেক । প্রকৃতি,সূর্য, চন্দ্রকে পূজো করলে সব পাবেক । আর এই ঠাকুরদের দিনরাত দণ্ডবৎ করলে কিচ্ছু দিবেক না ।’ যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এইদিন’ ।
এদিকে অজিত মাহাতোর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে সরব হয়েছে হিন্দুরা । হিন্দু সংগঠনগুলির তরফে পুরুলিয়ার নিতুড়িয়া থানা, কেন্দা থানাসহ একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছে যে অবিলম্বে অজিত মাহাতোকে গ্রেফতার করতে হবে ।
যদিও অজিত মাহাতোর পাশে দাঁড়িয়েছে আদিবাসী কুড়মি সমাজ । ওই সংগঠনের ফেসবুক পেজে অজিত মাহাতোকে সমর্থন করে লেখা হয়েছে,’মাস তিনেক আগে সম্ভবত ৪ জুন কলকাতার কাঁকুড়গাছিতে কুড়মিদের গরাম থান যখন একদল তিলকধারীরা পা দিয়ে ভেঙে দিয়েছিল দিনে দুপুরে(বেলা ১টা ২টার মধ্যে) তখন সেটা কেউ দেখতে পায়নি । কুড়মি নেতা অজিত মাহাত অসাংবিধানিক কিছু বলেনি। কুড়মি’রা হিন্দু নয়,ওই দেব-দেবীর নাম করে ওরা দীর্ঘকাল ধরে কুড়মিরাকে নীচুজাত বলে শোষণ করে চলেছে উনি সেটাই বলেছেন। তিনি আরো বলেছেন আমরা কুড়মি’রা কোনো কাল্পনিক দেব-দেবী বা মূর্তিপূজায় বিশ্বাসী নয় বরং প্রকৃতির পূজায় বিশ্বাসী। তিনি দেবী দূর্গার অস্তিত্বকে অস্বীকার করে বলেছেন যে একজন লোকের মধ্যে কখনোই দশটা হাত থাকতে পারে না। অজিত মাহাত যা বলেছেন একদম ঠিক বলেছেন, অযৌক্তিক কিছু বলেনি ।’
এদিকে এই মন্তব্যের পর বিতর্ক শুরু হতেই অজিত মাহাতোকে সাফাই, আমরা মহিষাসুরের পূজো করি । আর ওরা মহিষাসুরের বুকে ত্রিশুল গেঁথে রেখে যদি পূজো করতে পারে তাহলে আমি বললে দোষ কোথায়? তবুও বলবো যে আমার বক্তব্যে যদিও কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগে তাহলে আমি দুঃখিত ।’।