নিজেকে প্রশ্ন করি রোজ
কাকে ভালবাসি আর কাকে করি বিশ্বাস!
অনেক দিনের ভালবাসার একটা রাতেই অপমৃত্যু
আর বিশ্বাসহীনতা
অবিশ্বাসের গভীর অসুখে করেছে গ্রাস
বন্ধু তো ছার, দারা-পুত্র-পরিবার
অর্থ-বিত্ত হীন কেহ নয় কার
মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে যাই বহুদূর
বুকের মাঝে, পোষা পিঞ্জরে
ময়না যখন বেদনাবিধুর
মুক্তিসুখে ভিক্ষা মাগি ঈশ্বরের কাছে
তুলে নাও নহিলে দাও !
দাও খুলে জ্ঞান চক্ষু
শোনাও মিলনের বাণী
মানুষে মানুষে সম্পর্কের যেন না হয় হানি
যেন হয় নাকো অবক্ষয়
তাতে হোক আমার বিলুপ্তি
হোক মোর পরাজয়।
মানব হীতে প্রাণপণে লড়ে যাই
হারি-জিতি তাতে লাজ নাই, লাজ নাই।