এইদিন ওয়েবডেস্ক,সিঙ্গাপুর,১৪ সেপ্টেম্বর : ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের অর্থনীতিবিদ থারমান শানমুগারত্নম (Tharman Shanmugaratnam)বৃহস্পতিবার সিঙ্গাপুরের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন । সিঙ্গাপুরের নবম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নিলেন তিনি । ভারতীয় বংশোদ্ভূত প্রধান বিচারপতি সুন্দরেশ মেনন আজ ১৫৪ বছরের পুরনো ইস্তানা প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে থারমানকে শপথবাক্য পাঠ করান।
ইস্তানা হল সিঙ্গাপুরের রাষ্ট্রপতির সরকারি বাসভবন। ৬৬ বছর বয়সী থারম্যান ছয় বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন । অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন। গত শুক্রবার অনুষ্ঠিত সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচনে চীনা বংশোদ্ভূত দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হন শানমুগারত্নম ।
শপথ নেওয়ার পর তিনি দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘একটি সমৃদ্ধ নাগরিক সমাজ গড়তে আমি সর্বোতভাবে চেষ্টা করব ।’ তিনি আরও বলেন,’আমাদের কখনই সিঙ্গাপুরকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং সামাজিকভাবে ন্যায়সঙ্গত সমাজে পরিণত করতে চাওয়া বন্ধ করা উচিত নয়। এটি অর্জনে আমাদের সহায়তা করার জন্য সরকারী নীতিগুলি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে, কিন্তু সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য আমাদের আরও কিছু প্রয়োজন । এতে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে ।’।