এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১৪ সেপ্টেম্বর : নব্বইয়ের দশকে কাশ্মিরী পন্ডিতদের নরসংহারের ঘটনার পর বন্ধ হয়ে গিয়েছিল জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরের শহরের মহারাজ গুঞ্জ পাড়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আর্য সমাজ স্কুল । দীর্ঘ প্রায় ৩৫ বছর পর বুধবার থেকে ফের খোলা হল স্কুলটি । নব্বইয়ের দশকে স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার পর ১৯৯২ সালে স্থানীয় একজন ব্যক্তি সেটি দখল করে নেয় । ওই ব্যক্তি আর্য সমাজ স্কুলটিতে ”নকশবন্দী পাবলিক স্কুল নামে একটি বেসরকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে । শেষ পর্যন্ত দখল মুক্ত করে স্কুলটি ফিরে পেতে সক্ষম হয় আর্য সমাজ ট্রাস্ট ।
স্কুলের অধ্যক্ষ সামিনা জাভেদ জম্মু লিঙ্কস নিউজকে বলেন,’১৯৯০ এর দশকের আগে উপত্যকায় বেশ কয়েকটি আর্য সমাজ স্কুল চালু ছিল, কিন্তু শুধুমাত্র দুটি বাদে বেশিরভাগই বন্ধ করতে বাধ্য হয় । ওই দুটি স্কুল হল দয়ানন্দ আর্য বিদ্যালয় (ডিএভি), বা ডিএভিপি রায়নাওয়ারি, এবং ডিএভিপি ওয়াজির বাগ । শ্রীনগরের পুরানো শহরের মহারাজ গঞ্জের আর্য সমাজ স্কুলটিতে নকশবন্দি স্কুলটি বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল । পুরনো স্কুলটি খোলার জন্য দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল । অবশেষে স্থানীয় বাসিন্দাদের সেই দাবিপূরণ হল ।’
তিনি বলেন,’স্কুলটি বর্তমানে শ্রমিক পরিবারের প্রায় ৩৫ জন শিক্ষার্থী রয়েছে । আমরা এই শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, সঠিক দিকনির্দেশনা এবং এগিয়ে যাওয়ার ইতিবাচক পথ প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ।’ তবে তিনি জানান,শিক্ষার্থীরা পরিবহণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ।
সামিনা জাভেদ বলেন,’বিদ্যালয়টি পুনরায় চালু করা সম্ভব হয়েছে অভিভাবক ও স্থানীয়দের সমর্থন থাকায় । স্কুলে ভবিষ্যতে স্মার্ট ক্লাস সহ আধুনিক শিক্ষাদান পদ্ধতি চালু করা হবে এবং ভর্তি ফি ছাড়াই সাশ্রয়ী মূল্যের টিউশন প্রদান করবে ।’ শিক্ষক প্রশিক্ষণ এবং একাডেমিক সাধনার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন কার্যকলাপের প্রচারের প্রতি তাদের প্রতিশ্রুতিও তুলে ধরেন তিনি ।
এদিকে দীর্ঘ সাড়ে তিন দশক পর প্রখ্যাত ওই স্কুলটি ফেল শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা । স্কুলের পঠনপাঠন নিয়ে সন্তোষ প্রকাশ করেছে পড়ুয়ারা ।।