এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৪ সেপ্টেম্বর : বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে শতাধিক দোকানপাট । দীর্ঘ প্রায় ৬ ঘণ্টার প্রচেষ্টায় আজ বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে দমকলবাহিনী । জানা গেছে, মোহাম্মদপুরের কৃষি মার্কেটে পাঁচ শতাধিক দোকান ছিল । বুধবার গভীর রাতে কোনো একটি দোকান থেকে আগুনের সূত্রপাত । মার্কেট বন্ধ হয়ে যাওয়ায় বেশিরভাগ ব্যবসায়ী ভেতরে ঢুকতে পারেননি । কেউ কেউ অল্প-স্বল্প মালপত্র বের করে আনতে পারলেও বেশিরভাগই পুড়ে গেছে ।
ওই মার্কেটে ছিল বেশ কিছু স্বর্ণের দোকানও। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে ১৮ টি সোনারুপোর দোকান। মার্কেটের ভেতরে থাকা ৯ টি ও সামনে থাকা ৯ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে । এদিন ভোর রাত্রি ৩:৪৩ মিনিট নাগাদ আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৮ টি ইঞ্জিন । পরে আরও দুটি ইঞ্জিন আসে । কিন্তু আশপাশের জলের অভাব থাকায় আগুন নেভাতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় দমকলবাহিনীকে । অবশেষে স্থানীয় বাসিন্দারা আশপাশের ঘরবাড়ি থেকে বালতি করে জল এনে দমকলকর্মীদের সহায়তা করলে প্রায় ৬ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে । অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা ।
আপাতত মোহাম্মদপুর রিংরোড এর রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে । এখনো প্রচুর কালো ধোয়া নির্গত হচ্ছে ভস্মীভূত বাজারটি থেকে ।।