খাঁচার পাখি বলে, দাও’গো আমায় ছেড়ে
পাখির ঝাঁকে ডানা মেলে চাই’গো যেতে উড়ে
শিমুল-পলাশ-কৃষ্ণচূড়ায় খেলব আপন মনে
ফুলের গন্ধে প্রাণ জুড়িয়ে গাইব ফুলের বনে।
আম-জাম-পেয়ারা-পেঁপে খাব মনের সুখে
খেজুর-ডুমুর-আতা-আঙ্গুর ঠুকরে নেব মুখে
মুক্ত গগনে যাব উড়ে তোমার স্মৃতি নিয়ে
আপন মনে করব খেলা বৃষ্টি-বাদল দিনে।
তোমার প্রেমে বন্দী আমি তোমার সোনার খাঁচায়
মিষ্টি করে ডাকবে কখন বসে আছি সেই ডাকেরই আশায়
তোমার স্নেহেই শিখেছি আমি তোমার শেখানো বুলি
তোমার প্রেমেই ভুলেছি আমি আমার নিজের কথাগুলি।
সাঁঝের বেলায় ঝাঁকের পাখি ফেরে যখন নীড়ে
বন্দি খাঁচায় বসে দেখি, সুদূর আকাশ পানে চেয়ে
মন যে আমার যায় যে উড়ে ওই ঝাঁকেরই মাঝে
উদাস মনে থাকি আমি শুধু, তোমার মুখটি চেয়ে।
আকুল কণ্ঠে বলি আমি, দাও’গো আমায় ছেড়ে
প্রাণ খুলে মোরে উড়তে দাও আমায় ডানা মেলে
মুক্ত আকাশে যাবো উড়ে তোমার সামনে দিয়ে
দেখবে তুমি যাচ্ছি উড়ে স্বাধীন জীবন নিয়ে।
পিছন ঘুরে দেখব না আর চলে যাব বহু দূরে
কোনোদিন আর দেবনা দেখা যেও’গো আমায় ভুলে
ধরতে এলে যাব উড়ে আরো অনেক দূরে
মনের দুঃখ গোপন রেখে আমিও যাবো ভুলে।
তুমি বোলো না আবার ফিরতে আমায়
তুমি যেও’গো আমায় ভুলে
আমি আসবো না ফিরে আর
আমি আসবো না আর ফিরে ।।