এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৯ এপ্রিল : দিনে গড়ে নুন্যতম তিন থেকে চার ঘন্টা করে লোডশেডিং । বিগত প্রায় আড়াই দশক ধরে বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের জোলিঠ্যা, দাসপাড়া ও বোস্টমপাড়া এই তিনটি গ্রামে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে এটাই নিয়ম হয়ে গেছে বলে অভিযোগ । এদিকে তীব্র গরম । তার উপর লোডশেডিং-এর কারনে বৈদ্যুতিক পাখা বন্ধ থাকায় ক্ষিপ্ত গ্রামবাসীরা বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে কোতুলপুর নেতাজী মোড়ে বিদ্যুৎ অফিসে এসে তুমুল বিক্ষোভ দেখান । যদিও অফিস কর্মীরা সেই সময় অফিসে ছিলেন না বলে খবর । বেশ কিছুক্ষন ধরে বিক্ষোভ চলার পর বিদ্যুৎ অফিসের কর্মীরা একে একে অফিসে আসেন । তারপর বিক্ষোভকারীদের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় । পাশাপাশি অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা । বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
কোতুলপুর ব্লকের জোলিঠ্যা, দাসপাড়া ও বোস্টমপাড়া এই তিনটি গ্রামে পানাহার ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় । স্থানীয় গ্রামিবাসী অধর রুইদাসের অভিযোগ, ‘আমাদের এই তিন গ্রামে ঠিকমত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয় না । যখন তখন লোডশেডিং হয়ে যায় । ফলে বৈদ্যুতিক পাখা না চলায় তীব্র গরমে আমাদের চুড়ান্ত নাকাল হতে হয় । সব থেকে বেশি সমস্যায় পড়ে বাচ্ছা ছেলেমেয়ে,বৃদ্ধবৃদ্ধা ও রোগীরা । অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারনে বিগত প্রায় ২৫ বছর ধরে আমরা কার্যত নরক যন্ত্রনা ভোগ করছি । বারবার বিদ্যুৎ অফিসে দরবার করেও কোনও লাভ হয়নি । তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি ।’
জানা গেছে, জোলিঠ্যা, দাসপাড়া ও বোস্টমপাড়া এই তিন গ্রাম মিলে ৩০০-৪০০ পরিবারের বসবাস । এদিন সকালে বেশ কিছু গ্রামবাসী কোতুলপুর নেতাজী মোড়ে বিদ্যুৎ অফিসে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে স্বাভাবিক করার জন্য স্টেশন ম্যানেজারের কাছে দাবি জানান ।।