যদিও সম্পর্ক হয়নি তবে অবহেলা কিসের!
যন্ত্রণা তাৎক্ষণিক, ভুলে যাওয়া স্থির
গন্ধ লেগে থাকা একটা সুর
আর স্মৃতি তুমি বহুদূর।
নাম প্রকাশ হবার আগেই বিচ্ছেদ
ভালোবাসি বলার আগেই ফুরিয়ে যাওয়া
স্বপ্ন লেখার আগেই অন্ধকার
মিলনের আগেই বলাৎকার।
ঝড় আঁকড়ে ধরেছো
তার ঠোঁট চেপে নিশ্বাস নিয়েছ কোনোদিন
বোঝার আগেই হাঁটু মুড়ে বলেছো
বৃষ্টির প্রতি ফোঁটায় তোমাকে ভালোবেসেছি
কোনোদিন রঙ দিয়ে সাজিয়ে দিয়ে মন খুলেছ
পাপড়ির সহবাসে হৃদরোগের সম্পর্ক তৈরি করেছো
কখনো গোধূলী পেরিয়ে রাতকে আমন্ত্রণ জানিয়েছ তার জন্য
শুধু চাই আর চাই বলে ফুটে ফুটে উঠেছে
গোলাপের পাপড়ির মতন;
তুমি তোমার প্রয়োজনে তাকে খুঁজেছো
কোনোদিন তার সন্ধানে তাকে চেয়ে তার বুক ভাসিয়ে দিতে পারনি
তাই তুমি আজও নিঃস্ব
প্রথম দিনের মতোই।