দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ সেপ্টেম্বর : আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন কাটোয়ার দুই কন্যা । সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক যোগ ক্রীড়া প্রতিযোগিতা’য় অংশ নিয়ে বিভিন্ন দেশের প্রতিযোগিদের পিছনে ফেলে দেশকে জোড়া সোনা এনে দিয়েছেন কাটোয়া শহরের বাসিন্দা রঙ্গিতা দত্ত (২৭) এবং সায়ন্তিনী দে (১৬) । রঙ্গিতা দত্ত ২৬ -৩০ বছর বয়সী বিভাগে স্বর্ণপদক জিতেছেন । সায়ন্তিনী দে স্বর্ণপদক পেয়েছেন ১৬-১৮ বছর বয়সী বিভাগে ।
সায়ন্তনী কাটোয়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেনীর ছাত্রী । রঙ্গিতা স্নাতক উত্তীর্ণ । এখন তিনি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন । কাটোয়ার একটি সংস্থায় প্রশিক্ষণ নেন তাঁরা । গত ৯ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক যোগ ক্রীড়া প্রতিযোগিতা’য় অংশ নিয়েছিলেন কাটোয়ার ওই দুই কন্যা । প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি বাংলাদেশ, মায়ানমার , নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, মালেশিয়াসহ মোট ১১ টি দেশের প্রতিযোগিরা অংশগ্রহণ করেন ।
সায়ন্তনী ও রঙ্গিতার প্রশিক্ষক কৃষ্ণপদ নন্দী জানিয়েছেন,মোট ৩০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন । সায়ন্তনী ও রঙ্গিতাসহ পূর্ব বর্ধমান জেলার ছিল মোট তিনজন। তাদের মধ্যে রঙ্গিতা ও সায়ন্তিনী দুজনেই দুই পৃথক বিভাগে স্বর্ণপদক জিতেছেন ।
ব্যাঙ্কক থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন সায়ন্তনী ও রঙ্গিতা । এই খবর পেতেই আজ বুধবার সকাল থেকে দু’জনের বাড়ি ভিড় জমান প্রতিবেশীরা । তাদের শুভেচ্ছার পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান সকলে ।।