বলতে পারি অনেক কথা
কিন্তু আমি বলব না
পাগলের মতো কথা বলে
রাজার রোষে পড়ব না।
রাজা থেকে মন্ত্রী সান্ত্রী
বিরোধ দেখলেই চোখ রাঙায়
ধোঁয়া দেখলেই আগুন ভেবে
গৃহকর্তাকে শূলে চড়ায়।
এমনটা ভাব দেখায় তারা
এমন ভালো হয় না আর–
সত্যি বলতে তারাই ভাবছে
এটাই তাদের সত্য বিচার।
একুশ আইন কবিতা পড়েছি
খুব হেসেছি কবিতা পড়ে
পাগলেও ফালতু কথা বললে
রাজা শাস্তি দিতেই পারে।
প্রতিবাদ যদি করতেই হয়
খুঁজতে হবে নতুন উপায়–
পাগলের দেশে পাগলের রাজা
কতটা পাগল ভাবো ভাই।