এইদিন ওয়েবডেস্ক,ভরতপুর(রাজস্থান),১৩ সেপ্টেম্বর : রাজস্থানের ভরতপুর জেলার নদবাইতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন ১২ জন পূণ্যার্থী । নিহতদের মধ্যে ছয়জন মহিলা,পাঁচজন পুরুষ এবং একজন শিশু । নিহতরা সবাই গুজরাট ভাবনগরের বাসিন্দা বলে জানা গেছে। দূর্ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল ৫:৩০ নাগাদ লক্ষনপুর থানা এলাকার ২১ নম্বর জাতীয় সড়কের হান্তার কাছে । পুলিশ জানায়, বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে ভাবনগর থেকে মথুরা-বৃন্দাবন যাচ্ছিল। কিন্তু নদবাইতে এলে দূর্ঘটনাটি ঘটে ।
ঘটনার বিবরণে জানা গেছে,এদিন সকালে ভরতপুর-আগ্রা মহাসড়কে হান্তার কাছে একটি সেতুতে বাসটি হঠাৎ বিকল হয়ে যায়। চালক ও তার সঙ্গীসহ অন্য যাত্রীরাও বাস থেকে নেমে যান । চালক ও তার সঙ্গীরা বাসের যান্ত্রিক গোলযোগ মেরামতি করার সময় একটি বেপরোয়া গতির ট্রাক এসে বাসের পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে পিষে দেয় । এই সেতু দিয়ে যাওয়া অন্যান্য যানবাহনের চালকরা অচেতন লোকজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকেন। পরে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে । মৃতদেহগুলি বর্তমানে ভরতপুর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে । পুলিশ ট্রাক চালককে আটক করেছে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পিএমওর তরফে একটি টুইটে লেখা হয়েছে রাজস্থানের ভরতপুরে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এতে, গুজরাট থেকে ধর্মীয় তীর্থযাত্রা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এমন ভক্তদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সেই সাথে সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এর পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার সহ দেশের অনেক বড় রাজনীতিবিদ এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ।।