এইদিন ওয়েবডেস্ক,কুড়িগ্রাম(বাংলাদেশ),১৩ সেপ্টেম্বর : জিহাদিদের হামলার শিকার হল বাংলাদেশের কুড়িগ্রামের চিলমারীর এক হিন্দু পরিবার । জিহাদিদের দল মহিলাদের শ্লীলতাহানি, মন্দিরে ভাঙচুরের পাশাপাশি ওই হিন্দু পরিবারের বাড়ি থেকে নগদ লক্ষাধিক টাকা ও সোনার গহনা লুটপাট চালায় বলে অভিযোগ । হামলার ঘটনায় এক মহিলাসহ ২ জন গুরুতর আহত হয়েছেন । তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে । এই ঘটনার পর আক্রান্ত পরিবারের তরফে পার্শ্ববর্তী বকুলতলা গ্রামের বাসিন্দা মোমিনুল ইসলাম,ইব্রাহিম আলী, জামিনুল ইসলাম, আব্দুল লতিফ, জনি মিঞা এবং আমিনুল ইসলামের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । যদিও গত শুক্রবার রাতের ওই ঘটনার পর আজ বুধবার সকাল পর্যন্ত পুলিশ কোনো অভিযুক্তকে গ্রেফতার করেনি বলে অভিযোগ ।
হিন্দু ভয়েসের প্রতিবেদনে জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের অন্তর্গত দফাদারপাড়া গ্রামের বাসিন্দা সাগর চন্দ্র দাসের সঙ্গে পার্শ্ববর্তী বকুলতলা গ্রামের বাসিন্দা মোমিনুল ইসলামসহ কয়েকজনের ঝামেলা চলছিল । তারই জেরে শুক্রবার রাত ১১টা নাগাদ লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে সাগরবাবুর বাড়িতে চড়াও হয় মোমিনুল ইসলাম,ইব্রাহিম আলীদের দল । কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা ঘড়বাড়িতে ব্যাপক ভ্যাঙচুর চালায় । ভাঙচুর চালানো হয় পারিবারিক মন্দিরেও । বাধা দেওয়ায় সাগর দাসের বাবা নারায়ণ চন্দ্র দাস(৫৫)-কে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা । তাকে বাঁচাতে গেলে নারায়ণবাবুর স্ত্রী বালামনি(৪০) এবং পুত্রবধূ সান্তনা রানী(২০)কে মারধরের পাশাপাশি কাপড় খুলে দেওয়া হয় । মারধরে গুরুতর জখম হন নারায়ণবাবু ও তার স্ত্রী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । সাগর চন্দ্র দাসের অভিযোগ,দুষ্কৃতীদের ওই দলটি পালানোর আগে তাদের বাড়ি থেকে তাঁর স্ত্রীর গলার সোনার চেন, বাড়ির ভিতরে থাকা নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গিয়েছে । তিনি জানিয়েছেন,বিষয়টি তিনি লিখিতভাবে থানায় জানিয়েছেন ।
এদিকে খালেদা জিয়ার দল বাংলাদেশ ন্যাশানাল পার্টির(বিএনপি) দেবীগঞ্জ (Debiganj)উপজেলার ৫ নম্বর সুন্দরদীর্ঘী (Sundardirghi) ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে এক হিন্দু ব্যবসায়ীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে । আওয়ামি লিগকে সমর্থন করায় হামলা হয়েছে বলে অনুমান । পাশাপাশি বাংলাদেশের ৮ নং দন্ডপাল (Dandpal) ইউনিয়নের কালীগঞ্জ (Kaliganj) মন্দির বাজারে নিতাই কনফেকশনারিতে (Nitai Confectionery) হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা শহিদ আলী(Shahid Ali)ও তার দলবলের বিরুদ্ধে ।।
ছবি : হিন্দু ব্যবসায়ীর দোকানে হামলার মুহুর্ত ।