এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১২ সেপ্টেম্বর :
এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের কাছে লজ্জাজনক হারে ক্ষুব্ধ পাকিস্তানের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি । এশিয়া কাপের সুপার ফোর পর্বে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ভারত পাকিস্তানের কাছে ২২৮ রানে বিশাল ও লজ্জাজনক পরাজয় বরণ করে পাকিস্তান । ম্যাচে পাকিস্তানের বোলিং বা ব্যাটিং কোনো বিভাগেই সেভাবে ছাপ রাখতে পারেনি । অন্যদিকে দুর্বল ফিল্ডিং ভারতকে পাহাড়ের মতো লক্ষ্য অর্জনের সুযোগ করে দিয়েছে।
২২৯ রানের ব্যবধানে পরাজয় পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে খারাপ পরাজয়ের মধ্যে অন্যতম । এই লজ্জাজনক পরাজয়ের পর চরম ক্ষুব্ধ হন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ খান আফ্রিদি । সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ‘এক্স’-এ তিনি একদিকে যেমন ম্যাচে সেঞ্চুরি করার জন্য বিরাট কোহলি ও কেএল রাহুলকে অভিনন্দন জানিয়েছেন । অন্যদিকে তেমনি নিজের দেশের পরাজয়ে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন ।
উল্লেখ্য,সোমবার ভারতের ৩৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান দল ১২৮ রানে গুটিয়ে যায়, যা পাকিস্তানের ফাইনালে ওঠার সম্ভাবনাকে ক্ষীণ করে দিয়েছে ।।