এইদিন ওয়েবডেস্ক,কলম্বো,১১ সেপ্টেম্বর : এশিয়া কাপ ২০২৩ সুপার ৪-এর তৃতীয় ম্যাচে রানের পাহাড় গড়ল ভারত । শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলি ও কেএল রাহুল দু’জনেই সেঞ্চুরি করেছেন । বিরাট কোহলি ৯৪ টি বল খেলে ৯ টি চার ও ৩ টি চারসহ ১২২ রান করেছেন । অন্যদিকে কেএল রাহুল করেছেন ১০৬ বলে ১১২ রান । তার ইনিংসে রয়েছে ১২ টি চার ও ২ টি ছক্কা । এটি কেএল রাহুলের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি ।
সুপার ৪-এর তৃতীয় ম্যাচ কলম্বোতে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলাটি বৃষ্টির কারণে নির্ধারিত দিনে (রবিবার) ম্যাচ শেষ না হওয়ায় আজ রিজার্ভ ডেতে খেলা হয় । কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি বন্ধ হয়ে গেলে ভারত ২৪.১ ওভারে দুই উইকেট হারিয়ে ১৪৭ রান করে । অধিনায়ক রোহিত শর্মা শাদাব খানের বলে ফাহিম আশরাফের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫৬ রানে প্যাভিলিয়নে ফেরত যান । তার ইনিংসে ছিল ৬ টি চার ও ৪ টি ছক্কা । দ্বিতীয় ওপেনার শুভমান গিল ৫২ বলে ৫৮ রান করে শাহীন আফ্রিদির বলে আগা সালমানের হাতে ক্যাচ দেন । শুভমানের ইনিংসে ছিল ১০ টি চার ।
আজ ম্যাচটি এখান থেকে বিকেল ৩ টায় শুরু হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে শুরু হয়নি এবং অবশেষে ৪:৪০-এ পুনরায় শুরু হয় । কেএল রাহুল তার বিস্ফোরক ব্যাটিং দিয়ে কলম্বোতে আলোড়ন সৃষ্টি করেন। ৬ মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এই বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান কেএল রাহুল। কেএল রাহুল এশিয়া কাপ ২০২৩ সুপার-৪ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে একটি দুর্দান্ত কৃতিত্ব অর্জন করেছেন।
রাহুলের পর বিরাট কোহলিও ৮৪ বলে সেঞ্চুরি করেন। ওয়ানডে ক্রিকেটে এটি কোহলির ৪৭ তম সেঞ্চুরি। এই দুই খেলোয়াড়ের বিস্ফোরক ইনিংসের কারণে টিম ইন্ডিয়া বড় স্কোর গড়তে সাহায্য করেছিল । টিম ইন্ডিয়া নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রান করে । পাকিস্তান এখন ভারতের বিপক্ষে জিততে চাইলে ৩৫৭ রান করতে হবে । এখনো পর্যন্ত খবর পাকিস্তান ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৪ রান করেছে । হার্দিক পান্ডিয়া ১ ওভারে ১ রানে ১ উইকেট নিয়েছেন । বর্তমানে বৃষ্টির জন্য খেলা বন্ধ আছে ।।