প্রদীপ চট্টোপাধ্যায়,গলসি(পূর্ব বর্ধমান),২৮ এপ্রিল : দীর্ঘ দিন ধরে জরাজীর্ণ ছিল সেতুটি । তার উপর রাতের অন্ধকারে বালি কারবারিরা ওভার লোডেড বালি বোঝাই লরি পারাপার করত বলে অভিযোগ । তাতে আরো দুর্বল হয়ে পড়েছিল পূর্ব বর্ধমান জেলার গলসিতে দামোদরের সেচ ক্যানেলের উপরে থাকা সেতুটি । বুধবার ইট বোঝাই একটি লরি সেই সেতুর উপর দিয়ে যাওয়ার সময়ে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো সেতুর একাংশ । সেতুর ভাঙা অংশের মধ্যেই ঝুলে রইল লরিটি । সেতুটি ভেঙে যাওয়ায় সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে গেল গলসির উড়ো দাদপুর সড়ক পথের সঙ্গে যোগাযোগ । প্রায় ১০ কিমি পথ ঘুরে নৌকায় সেচ খাল পার হয়ে অথবা ১২ কিমি পথ ঘুরে এখন উড়ো দাদপুর সড়কে পৌছাতে হচ্ছে ১০-১২ টি গ্রামের বাসিন্দাদের । গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যে এমন দুর্ভোগের পরিস্থিতি তৈরি হওয়ায় ক্ষোভে ফুঁষছেন এলাকার বাসিন্দারা ।
গলসির উড়ো মোড়ে জাতীয় সড়ক থেকে ২ কিমি দূরে দাদপুর যাবার পথে ডিভিসির সেচ খালের উপরে সেতুটি অবস্থিত। সেতুটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় ছিল। কয়েক বছর আগে সেতুটির একদিক বসে যায় । তখন সেতুর মুখে শুধুমাত্র একটি লোহার প্লেট বসিয়ে দিয়েই দায় সারে সেচ দপ্তর ।কিন্তু সেতুর মেরামতি বা রক্ষণাবেক্ষণের ব্যাপারে
তেমন কোনও উদ্যোগ আর নেওয়া হয়নি বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ । এই অবস্থাায় উড়ো মোড়ে পৌছানোর জন্যে এলাকার ১০-১২ টি গ্রামের মানুষজন টোটো, সাইকেল ও মোটর সাইকেল চেপে কোনও রকমে সেতু পার হতেন ।কিন্তু অবৈধ বালির কারবারিরা রাতের অন্ধকারে সেতুর উপর দিয়েই ওভারলোড বালির লরি পার করাতেন ।এলাকার বাসিন্দা শুভেন্দু গুপ্ত জানান ,’সেতু ভেঙ্গে পড়ায় এখন প্রায় ১২ কিমি পথ ঘুরে গলসির দরবারপুর ও সাঁকো হয়ে ১০-১২ টি গ্রামের বাসিন্দাদের যেতে হবে উড়ো মোড়ে। তাই দুর্ভোগের হাত থেকে রেহাই পেতে এলাকার বাসিন্দারা এদিন দ্রুত সেতু মেরামতির দাবিতে স্বোচ্চার হয়েছেন’।
সেতুর একাংশ এদিন ভেঙে পড়ার জন্য গলসির বিজেপি নেতা কর্মীরা তৃণমূল আশ্রিত বালি করবারীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন ।স্থানীয় বিজপি কর্মী সম্রাট সোম অভিযোগে বলেন , এলাকার তৃণমূল আশ্রিত কিছু ব্যক্তি অবৈধ বালি কারবারে যুক্ত ।
তারা রাতের অন্ধকারে ওভারলোড বালি বোঝাই বহু লরি ভগ্নপ্রায় সেতুর উপর দিয়েই পার করাতো । তার জেরেই সেতুর অবস্থা আরও খারাপ হয়ে যায় ।এদিন সকালে ইট বোঝাই একটি লরি সেতুর উপর দিয়ে যাওয়ার সময়ে সেতুর একাংশ ভেঙে যাওয়ায় সেতু দিয়ে যাতাযাত একেবারেই বন্ধ হয়ে গেল । এরফলে এলাকার বাসিন্দাদের দুর্ভোগ চরমে পৌছেচে। দুর্ভোগের অবসান ঘটাতে অবিলম্বে বিকল্প সেতুর ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে গলসির বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন ।
এই বিষয়ে গলসি ১ ব্লকের বিডিও সঞ্জীব সেন এদিন বলেন, “সেতু ভেঙ্গে পড়ার খবর পেয়েই তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলেছেন ।সেচ দপ্তর থেকে রিপোর্ট পাওয়ার পর পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে ।’।