ভোম্বল পুজোর জামা কিনেছিস?
আমার না চারটে শার্ট প্যান্ট হয়েছে! একটা মা দিয়েছে,
একটা বাবা দিয়েছে, একটা দিদা দিয়েছে, একটা ঠাম্মি দিয়েছে, তুহিন বলে।
ভোম্বল চুপ করে দাঁড়িয়ে থাকে!!
পাশের বস্তিতে থাকে!
মা কাজ করে কয়েকটি বাড়িতে!
তারমধ্যে তুহিনের বাড়ি একটা!
সেই টাকায় ওদের সংসার চলে! বাবা অনেক বছর ধরে শয্যাশায়ী!!প্যারালাইসিস!!
ভোম্বল মায়ের সঙ্গে তুহিনের বাড়ি মাঝে মাঝে আসে,
এক বয়সের হওয়ায় দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
ভোম্বল ভীষন শান্ত,একটি সরকারি স্কুলে ক্লাস ফাইভে পড়ে, স্কুলে ভর্তি হওয়ার কারণ,মিড ডে মিল!
একবেলা পেট ভরে খেতে পাবে ছেলেটা! তাই ভোম্বলের মা ভর্তি করে দিয়েছে।
কি রে …!!
চুপ করে দাঁড়িয়ে আছিস!!
পুজোর জামা কিনেছিস??
ভোম্বল মুখ নামিয়ে বলে, না!!
মা যা টাকা পায়,কাজ করে, সেই টাকা দিয়ে বাবার ঔষধ, সংসার খরচ!
তাতেই কুলোয় না!!
জামা কি করে…..!!
তুমি যে তোমার একটা শার্ট প্যান্ট দিয়েছো, গতমাসে, সেটা পরেই এবার পুজোয় ঘুরতে যাবো।
তুহিন বলে আরে সেই শার্ট প্যান্ট তো পুরোনো!
আমি এখন আর পরিনা তাই মা তোকে দিয়েছে!
সে তোমার কাছে পুরোনো! আমার কাছে তো নতুন!ওতেই হবে! বলেই ভোম্বল তাড়াতাড়ি বাড়ির পথ ধরল।
তুহিনের কিন্তু মনে মনে ভীষন কষ্ট হচ্ছে!
ওর পুজোয় চারজোড়া শার্ট প্যান্ট হয়েছে! ভোম্বল একটা ও নতুন জামা পরবে না!!
তুহিন মা কে গিয়ে বলে…
মা আমার টাকা জমিয়ে রাখা ঘট টা দাও তো!
কি করবি?মা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন!
ভোম্বল কে শার্ট প্যান্ট কিনে দেবো!
ভোম্বল বলেছে ,ওর মা নাকি নতুন শার্ট প্যান্ট কিনে দিতে পারবে না,কারণ যে টাকা পায়, তাতে ওদের সংসার খরচা কুলোয় না!
তাই সে আমার দেওয়া পুরোনো শার্ট প্যান্ট পরে পুজোয় বেরোবে।
আমার বন্ধু ভোম্বল!
গরিব, তাই বলে আমার পুরোনো শার্ট প্যান্ট পরে পুজোয় ঘুরবে!!!
আমি আমার জমানো টাকা দিয়ে ওকে নতুন শার্ট প্যান্ট কিনে দিতে চাই।
তুহিনের এই উদারতা মা কে বেশ প্রভাবিত করে।
তিনি বলেন, ঠিক আছে বাবা.., এতো খুব ভালো কথা..! তাই করিস।
পরদিন তুহিন ওর জমানো টাকা দিয়ে ভোম্বলের জন্য শার্ট প্যান্ট কিনে আনে!
ভোম্বল মায়ের সঙ্গে প্রায়ই যায় তুহিনের বাড়ি!
তুহিনের সঙ্গে খেলার জন্য !
ভোম্বল এসেছে, তুহিন দৌড়ে কাছে এসে বলল, ভোম্বল চোখ বন্ধ কর!!
ভোম্বল বলে কেন!!
আরে কর না!!
ভোম্বল চোখ বন্ধ করে, তুহিন ভোম্বলের হাতে শার্ট প্যান্টের ব্যাগটা দেয়!
বলে, এবার চোখ খোল!!
ভোম্বল চোখ খোলে,দ্যাখে একটা ব্যাগ ওর হাতে!!
কি এটাতে?
খুলেই দ্যাখ!!তুহিন বলে!!
ভোম্বল খুলে দ্যাখে খুব সুন্দর একজোড়া শার্ট প্যান্ট!!
ভোম্বল থতমত খেয়ে বলে,কার এটা তুহিন??
তোর! নতুন কিনলি বুঝি!
আরে না রে,তোর!!
তোর জন্য নিয়ে এলাম, পুজোয় পরিস,বুঝলি!!
পুরোনো শার্ট প্যান্ট পরতে হবে না!
ভোম্বল আনন্দে আত্মহারা হয়ে তুহিন কে জড়িয়ে ধরে!
আর ভোম্বলের মা তো হতবাক!
গিন্নি মায়ের কাছে সবকিছু জানতে পেরে চোখের জল ধরে রাখতে পারলো না!!
কান্না ভেজা গলায় বলল, অনেক বড় হও বাবা, তোমার মতো উদার মানসিকতার ঘরে ঘরে জন্ম হোক।
আমি প্রাণ ভরে আশীর্বাদ করি, বেঁচে থাকো বাবা..
বলে, তুহিন কে বুকে জড়িয়ে ধরলো।