এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ সেপ্টেম্বর : প্লাস্টিকের পাইপের ভিতরে মুখ ঢুকিয়ে ফেলা পথ কুকুরে প্রাণ বাঁচালেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক পশুপ্রেমী যুবক । জানা গেছে,আজ শনিবার সকালে ভাতার থানার কালুত্তক গ্রামের একটি পথকুকুর ৩ ইঞ্চি ব্যাসার্ধের একটি প্লাস্টিকের পাইপের ভিতরে কোনো কারনে মুখ ঢুকিয়ে ফেলে । তারপর কুকুরটি পাইপ থেকে আর মুখ বের করতে পারছিল না । শেখ শিমূল নামে স্থানীয় এক যুবক প্রথমে কুকুরটিকে মুক্ত করার চেষ্টা করেন । কিন্তু তিনি ব্যার্থ হলে ভাতার থানার মুরাতিপুরের বাসিন্দা শেখ আমির নামে ওই পশুপ্রেমী যুবককে খবর দেন । তারপর শেখ আমির কালুত্তক গ্রামে গিয়ে ঘন্টা খানেকের প্রচেষ্টায় কুকুরটিকে পাইপ থেকে মুক্ত করেন ।
দেখুন ভিডিও 👇
শেখ আমির বলেন,’কুকুরটির বয়স বছর দেড়েক হবে । এদিন সকালে খাবারের সন্ধান করার সময় প্লাস্টিকের পাইপের ভিতরে মুখ ঢুকিয়ে ফেলেছিল । আর একটু দেরি হলে কুকুরটির মৃত্যু পর্যন্ত হতে পারতো ।’ কুকুরটির প্রাণ বাঁচানোয় পশুপ্রেমী যুবক শেখ আমিরের প্রশংসা করছেন গ্রামবাসীরা ।।