এইদিন ওয়েবডেস্ক,অমরাবতী,০৯ সেপ্টেম্বর : স্কিল ডেভেলপমেন্ট কেলেঙ্কারি মামলায় টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে গ্রেপ্তার করেছে অন্ধ্রপ্রদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) । চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশকেও পূর্ব গোদাবরী জেলায় আটক করা হয়েছে । আজ শনিবার সকালে টিডিপি নেতাকে হেফাজতে নিতে পুলিশ আধিকারিকদের একটি দল নান্দিয়ালে পৌঁছলে টিডিপির কর্মী ও সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে । যদিও সিআইডি পরে চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করে নিয়ে যায় । গ্রেপ্তারের আগে নাইডুর ডাক্তারি পরীক্ষার করা হয়।
তাঁর উচ্চ রক্তচাপ এবং সুগারের সমস্যা রয়েছে বলে জানা গেছে । সূত্রের খবর,ওরাভাকাল বিমানবন্দর থেকে ফ্লাইটে চন্দ্রবাবুকে বিজয়ওয়াড়ায় নিয়ে যাওয়া হবে ।
এদিকে চন্দ্রবাবু তাঁর গ্রেপ্তারে তীব্র আপত্তি জানিয়েছেন । কোনো প্রমাণ না দেখিয়েই গ্রেপ্তার করা হয়েছে বলে তার অভিযোগ । চন্দ্রবাবু বলেছেন, প্রমাণ পেশ করলেই তিনি তদন্তে সহযোগিতা করবেন । চন্দ্রবাবু নাইডুর আইনজীবী বলেছেন, ‘আমরা জামিনের জন্য হাইকোর্টে যাচ্ছি ।’ প্রসঙ্গত, চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে ৩৫০ কোটি টাকার দূর্নীতির অভিযোগ রয়েছে । তার বিরুদ্ধে আইপিসির ১২০ (বি),১৬৬,১৬৭,৪১৮,৪২০,৪৬৫,৪৬৮,৪৭১,৪০৯,২০১,১০৯ সহ একাধিক ধারায় মামলা রজু করেছে অন্ধ্রপ্রদেশের অপরাধ তদন্ত বিভাগ ।।