এইদিন ওয়েবডেস্ক,ধূপগুড়ি,০৮ সেপ্টেম্বর : জলপাইগুড়ির ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিজেপির সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেল শাসকদল তৃণমূল কংগ্রেস । আজ শুক্রবার সকাল ৮ টা থেকে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গননা শুরুর প্রথম দিকে তৃণমূল প্রার্থীর থেকে অনেকটাই এগিয়ে যান বিজেপি প্রার্থী তাপসী রায় । তারপর থেকে চলে সাপ লুডোর খেলা । চতুর্থ রাউন্ডে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় ৩৬০ ভোটে এগিয়ে যান । কিন্তু পঞ্চম রাউন্ডের শেষে ৮০০ ভোটের ব্যবধানে ফের তৃণমূলকে পেছনে ফেলে দেন বিজেপি প্রার্থী তাপসী রায় । সপ্তম রাউন্ডের পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে তৃণমূল ।
শেষ অব্দি তৃণমূল প্রার্থী পেয়েছেন ৯৭,৬১৩ ভোট। বিজেপির পক্ষে পড়েছে ৯৩,৩০৪ ভোট । ৫,৩০৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় । যেখানে অনেকটাই পিছিয়ে থেকে সিপিএম-কংগ্রেসের জোট প্রার্থী ঈশ্বর চন্দ্র রায়ের ঝুলিতে পড়েছে ১৩,৭৫৮ ভোট । নোটায় ভোট দিয়েছেন ১,২২০ জন ভোটার ।
প্রসঙ্গত,ধূপগুড়ি বিধানসভা ছিল বিজেপির দখলে ।
কিন্তু বিজেপির প্রার্থী বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হয় । অবশেষে আসনটি নিজেদের দখলে নিয়ে এল শাসকদল । জয়ের পর সোশ্যাল মিডিয়া এক্স-এ তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি লিখেছেন,’ঘৃণা ও ধর্মান্ধতার বদলে উন্নয়নের রাজনীতি গ্রহণ করার জন্য ধুপগুড়িকে ধন্যবাদ । জনগণের সাথে সংযোগ স্থাপনে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীকে স্যালুট। আমরা ধূপগুড়ির সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করতে কোনো কসরত না রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ।’
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন,’বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন – সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন।
বাংলা তার মত জানালো এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা! জয় আইএনডি আইএ !’