এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,০৮ সেপ্টেম্বর : ত্রিপুরার সিপাহিজালা জেলার ধনপুর এবং বক্সানগর এই দুই বিধানসভা আসনের উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতল বিজেপি । তার মধ্যে বক্সনগর এর বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন ৩০,২৩৭ ভোটের ব্যবধানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের মিজান হোসেনকে পরাজিত করেছেন । তফাজ্জল হোসেন পেয়েছেন ৩৪,১৪৬ ভোট । অন্যদিকে মিজান হোসেনের প্রাপ্য ভোট মাত্র ৩৯০৯ । নোটায় ভোট পড়েছে ৪৩৪ টি ।
অন্যদিকে ধনপুর বিজেপি বিন্দু দেবনাথ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএমের কৌশিক চন্দকে ১১,১৪৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন । বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০,০১৭ ভোট । অন্যদিকে কৌশিক চন্দের ঝুলিতে ১১,১৪৬ টি ভোট পড়েছে । নোটায় ভোট দিয়েছেন ৫৩৩ জন ভোটার ৷
এদিকে ভোটের ফলাফল ঘোষনা হতেই বিজেপির কর্মী সমর্থকরা বিজয় উল্লাসে মেতে ওঠেন । গেরুয়া আবির মেখে ব্যান্ড পার্টির তালে এবং বাজি পুড়িয়ে আনন্দ প্রকাশ করেন তারা । বক্সনগরের বিজেপির বিজিত প্রার্থী তফাজ্জল হোসেন বলেন,’বলা হত বক্সনগর সিপিএমের ঘাঁটি । আজকের ফলাফলের পর মানুষ বুঝিয়ে দিয়েছে যে সিপিএমের ঘাঁটি বলে কিছু নেই । আগামী দিনে সিপিএম লুপ্তপ্রায় প্রাণী হয়ে যাবে ।’ তিনি আরও বলেন,’সিপিএম বলছে,আমরা নাকি রিগিং করেছি ৷ কিন্তু যে গ্রামে সিপিএমের প্রার্থীর বাড়ি সেখানেও আমরা ১,৩০০ ভোট পেয়েছি,সিপিএম পেয়েছে ৬০০ ভোট । সেখানেও কি আমরা রিগিং করেছি ?’