এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,০৮ সেপ্টেম্বর : শুক্রবার সকাল ৮ টায় ত্রিপুরার সিপাহিজালা জেলার ধনপুর এবং বক্সানগর এই দুটি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।
তার মধ্যে মুসলিম অধ্যুষিত বক্সানগর আসনে ২৫,৪৭৮ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তফাজ্জল হুসেন। তিনি পেয়েছেন ২৭,৭৫১ টি ভোট । যেখানে সিপিআই (এম) প্রার্থী মিজান হুসেন পেয়েছেন ২,২৭৩ টি ভোট । ২৬৩ জন নোটা(NOTA) বোতাম টিপেছেন । গত ৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হয়েছিল ত্রিপুরার সিপাহিজালা জেলার ওই দুই আসনে । উভয় আসনেই গড় ভোট পড়েছে ৮৬.৫০ শতাংশ। কড়া নিরাপত্তার মধ্যে সোনামুড়া গার্লস স্কুলে চলছে ভোট গণনা । বিরোধী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া-মার্কসবাদী (সিপিআই-এম) ভোট গণনা বর্জন করেছে, ভোটের সময় বড় আকারের কারচুপি এবং নির্বাচন কমিশনের কোনও পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছে ।
দুটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সিপিআই(এম) এর মধ্যে কারণ অন্য দুটি বিরোধী দল টিপরা মোথা এবং কংগ্রেস কোনো প্রার্থী দেয়নি । সিপাহীজলা জেলা ম্যাজিস্ট্রেট বিশাল কুমার পিটিআইকে জানান, সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোট গণনার সময় এবং পরে শান্তি নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ।
সিপিআই(এম) বিধায়ক সামসুল হকের মৃত্যুর কারণে বক্সানগর কেন্দ্রে উপনির্বাচন জরুরি হয়ে পড়েছিল। একইসঙ্গে ধানপুরের বিধায়ক পদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের পদত্যাগের পর এই আসনে উপনির্বাচন করা জরুরি হয়ে পড়ে। বক্সানগর আসন থেকে সিপিআই(এম) প্রার্থী মিজান হুসেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তফাজ্জল হুসেন। বক্সনগর বিধানসভা কেন্দ্রের মোট ৪৩,০৮৭ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার মুসলিম । গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে সিপিআই(এম) এই আসনটি ধরে রাখতে সফল হয়েছিল। একসময় বামপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত ধনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির বিন্দু দেবনাথ এবং সিপিআই(এম)-এর কৌশিক দেবনাথের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ।।