এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ এপ্রিল : দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল একটি হনুমান । ঘটনাস্থলে উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে বনদপ্তরকে খবর দেয় । কিন্তু প্রায় ঘন্টা দুয়েক বাদে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছয় । কিন্তু ততক্ষণে মারা যায় হনুমানটি । বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার-আউশগ্রাম সীমান্তে শিবদা বাস স্ট্যান্ডের কাছে ২-বি জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটে । ঘটনার পর ক্ষিপ্ত গ্রামবাসীরা হনুমানের দেহটি রাস্তার উপর ফেলে রেখে জাতীয় সড়ক পথ অবরোধ শুরু করে দেয় । অবরোধকারীদের দাবি ঠিক সময়ে চিকিৎসার ব্যাবস্থা করলে হনুমানটিকে বাঁচানো যেত । এদিকে বেশ কিছুক্ষন ধরে অবরোধ চলার পর খবর পেয়ে গুসকরা ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে শিবদা বাস স্ট্যান্ড ঘোরাঘুরি করছিল হনুমানটি । সকাল প্রায় ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে । হনুমানটি ২-বি জাতীয় সড়ক পারাপার করার সময় বর্ধমান থেকে গুসকরার দিকে যাওয়া একটি দ্রুতগতির চারচাকা গাড়ি হনুমানটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় । গুরুতর জখম হয় হনুমানটি । হনুমানটির যাতে দ্রুত চিকিৎসার ব্যাবস্থা করা হয় তার জন্য ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে গুসকরা বনদপ্তরকে খবর দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা জিন্না শেখ, সুব্রত সাহারা ।
জানা গেছে, বনদপ্তরকে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয় লোকজন আহত হনুমানটিকে সেবা-শুশ্রূষা করে সুস্থ করার চেষ্টা করেন । কিন্তু ঘন্টা দেড়েক পরে হনুমানটি মারা যায় । এদিকে হনুমানটি মারা যাওয়ার আরও প্রায় আধ ঘন্টা পর বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছয় । এরপরেই ক্ষিপ্ত গ্রামবাসীরা জাতীয় সড়ক পথের উপর হনুমানের দেহটি ফেলে রেখে পথ অবরোধ শুরু করে দেয় । যদিও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । পরে হনুমানের মৃতদেহটির সৎকারের ব্যাবস্থা করা হয় ।।