এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই ডিএ এর দাবিতে আন্দোলন করছেন । এদিকে দ্বিতীয় বারের জন্য রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের বেতন ৪০,০০০ হাজার টাকা করে বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ বৃহস্পতিবার বাদল অধিবেশনের শেষ দিনে এরাজ্যের বিধায়কদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন তিনি । পশ্চিমবঙ্গের বিধায়করা প্রতি মাসে ১০,০০০ টাকা করে বেতন পেতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে, তাদের বেতন বেড়ে হয়েছে ৫০,০০০ টাকা প্রতি মাসে । মন্ত্রীরা প্রতি মাসে পাবেন ৫১,০০০ টাকা করে বেতন ।
প্রতিমন্ত্রীরা ১০,৯০০ টাকা পেতেন, যা এখন ৫০,৯০০ টাকা হবে। পুরো চার্জ সহ মন্ত্রিপরিষদ মন্ত্রীরা ১১,০০০ টাকা পেতেন, যা এখন ৫১,০০০ টাকা হবে। মন্ত্রিপরিষদ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়ক, যারা মাসিক বেতন ছাড়াও অতিরিক্ত ভাতা পেয়ে থাকেন, তবে তা অপরিবর্তিতই রাখা হয়েছে ।সরকারের বেতন কাঠামো অনুসারে, রাজ্য বিধায়করা এখন পর্যন্ত বেতন, ভাতা এবং কমিটির বৈঠকে যোগদানের জন্য প্রতি মাসে মোট ৮১,০০০ টাকা করে পেতেন। বাড়ানোর পর এখন থেকে তারা পাবেন মোট এক লাখ ২১ হাজার টাকা করে । একইভাবে, এখন থেকে মন্ত্রীদের প্রকৃত মাসিক বেতন প্রতি মাসে ১,১০ লক্ষ টাকা থেকে বেড়ে প্রতি মাসে প্রায় ১,৫০ লক্ষ টাকা হবে । তবে নিজের বেতন কিন্তু বৃদ্ধি করেননি মুখ্যমন্ত্রী ।
এদিকে রাজ্যের সব থেকে বড় উৎসব দুর্গোৎসবের ঠিক মুখেই বেতন বৃদ্ধিতে খুশি বিধায়ক ও মন্ত্রীরা । কিন্তু ডিএ নিয়ে আন্দোলনকারীরা চরম ক্ষুব্ধ ।।
ছবি : মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ থেকে নেওয়া ।