এইদিন ওয়েবডেস্ক,বাদাখশান,০৬ সেপ্টেম্বর : আফগানিস্তানের বাদাখশান প্রদেশে তাজিক সীমান্তরক্ষীদের সাথে সংঘর্ষে “জামাত আনসারুল্লাহ”-এর অন্তত তিনজন জঙ্গি নিহত হয়েছে । মঙ্গলবার আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্তে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে । জানা গেছে, জামাত আনসারুল্লাহর জঙ্গিরা আফগানিস্তানের বাদাখশান প্রদেশের দরওয়াজ জেলার মধ্য দিয়ে তাজিকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে । তাজিক কর্তৃপক্ষ এবং জামাত আনসারুল্লাহ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ।
প্রসঙ্গত, দোহা চুক্তি অনুযায়ী তালিবান আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল । তবে এই গোষ্ঠীর ক্ষমতায় ফিরে আসার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থা এবং আরও কয়েকটি নিরাপত্তা সংস্থা আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । বিশেষ করে আমেরিকার অভিযোগ যে তালিবান ফিরে আসার পর কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেটের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে আফগানিস্তান । এছাড়া একটি আফগানি পত্রিকার আভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী,উজবেকিস্তানের ইসলামী আন্দোলন এবং তাজিকিস্তানের আনসারুল্লাহর সদস্যদের প্রায় ৩০০ পরিবার আফগানিস্তানের উত্তর-পূর্বে, বিশেষ করে বাদাখশানে বসবাস করে । অথচ দেশের মধ্যে সন্ত্রাসবাদী সংগঠনগুলির বাড়বাড়ন্তের কথা অস্বীকার করে আসছে তালিবানরা ।।