এইদিন ওয়েবডেস্ক,০৬ সেপ্টেম্বর : আজ পালিত হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী । দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ মথুরায় আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন আবির্ভুত হয়েছিলেন সে দিন ছিল ভাদ্র কৃষ্ণা অষ্টমী, বুধবার । তখন গভীর রাত, আকাশে তখন রোহিনী নক্ষত্র ছিল। এই নক্ষত্র মেনেই জন্মাষ্টমী পালন করা হয় । উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংশের কারাগারে জন্ম নেন ভগবান শ্রীকৃষ্ণ । শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত । এটা বিশ্বাস করা হয় যে ৫,২৫০ বছর আগে এই দিন কংস কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হিসাবে মানা হয় শ্রীকৃষ্ণকে । শ্রীকৃষ্ণের জন্মের পর থেকেই জন্মাষ্টমী উদযাপন করে আসছে বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষ ।
এবছর অষ্টম দিন শুরু হবে আজ বিকেল ৩.৪৭ মিনিটে এবং শেষ হবে আগামীকাল বিকেল ৪.১৪ মিনিটে।একইভাবে, রোহিণীর অবস্থান আজ সকাল ৯.২০ টা থেকে আগামীকাল ১০.২৫ টা পর্যন্ত থাকবে । তাই এবছর জন্মাষ্টমী উৎসব পালিত হবে দুই দিন । আজ দুপুর ১১.৫৭ থেকে ১২.৪২পর্যন্ত নিশীথ পূজা অনুষ্ঠিত হবে। পূজা প্রধানত মথুরার ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় । এছাড়া বিশ্বের সমস্ত ইসকন মন্দিরে ধুমধাম সহকারে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ।।