আমি যখন শব্দ নিয়ে খেলাকরি
নিঃস্তব্ধতায় খুঁজে পাই রাতের যন্ত্রণা
কালো রাতের বুকে লুকিয়ে আছে সহস্র শতাব্দীর
নীরবতা, চাপা আর্তনাদ, সভ্যতার উত্থান পতনের
ইতিহাস, আরো কত কি।
আমাদের হারিয়ে যাওয়ার গল্প গুলো লেপ্টে থাকে রাতের চাদরে।
আমাদের ফুরিয়ে যাওয়ার মুহূর্ত গুলো লুকিয়ে
থাকে রাতের বুকে।
একমাত্র রাতই জানে কত রহস্য লুকিয়ে
আছে তোমার আমার বুকে।
আমাদের ব্যর্থতা আমাদের সাফল্য কিংবা
হঠাৎ পাওয়া আনন্দ গুলো রাতের বুকেই গচ্ছিত
রাখি আজীবন, একমাত্র রাতই জানে কেন করে মন কেমন।
আমাদের একাকিত্বের একমাত্র সঙ্গী রাত।
রাতের কলমেই ধরা পড়ে অভিমান অভিযোগ অপবাদ।
সভ্যতার সমস্ত কালিমা চুষে রাত হয়েছে কালো
রাত আমার ভীষণ প্রিয়, রাত তুমি ভালো।