এইদিন ওয়েবডেস্ক,বোলপুর(বীরভূম),২৭ এপ্রিল : করোনার দাপটে ত্রস্ত রাজ্য সহ সারা দেশ। এই অবস্থার মধ্যে সাধারণ মানুষদের কাছে সবচেয়ে কাঙ্খিত চাহিদা হল চিকিৎসা পরিসেবা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রথম শ্রেণীর কোভিড যোদ্ধা রূপে সাধারণ মানুষের ত্রাতার ভূমিকা নিয়েছেন।এই সংকটময় অবস্থার মধ্যে চিকিৎসা পরিসেবার সঙ্গে যুক্ত কিছু ব্যবসায়ী উদ্যোগপতিরাও তাদের সামাজিক দায়বদ্ধতার নজির রাখছেন। তেমনই নজির রাখল বীরভূম জেলার বোলপুরের সিয়ানে “শান্তিনিকেতন সেবানিকেতন” নার্সিংহোম।করোনা সুনামিতে যেখানে আতঙ্কিত হয়ে পড়েছেন আপামর সাধারণ মানুষ।সেখানে এই ভীতি দূর করতে একটি অভিনব উদ্যোগ নিয়েছে এই নার্সিংহোমটি।
এমনিতেই করোনাকে প্রতিহত করে কিভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় তার দিশা দেখাতে এই সংস্থাটি সচেতন করে প্রাত্যহিক প্রচার চালাচ্ছে।পাশাপাশি কোভিড রোগীর সংখ্যা দিনে দিনে বেড়ে চলায় এবং অসহায় বিভ্রান্ত মানুষদের ভরসা জোগাতে “শান্তিনিকেতন সেবানিকেতন” কে সাময়িকভাবে রূপান্তরিত করা হয়েছে কোভিড হাসপাতাল হিসাবে । যা নিঃসন্দেহে এলাকাবাসীদের কাছে ভরসার এক কেন্দ্র হয়ে উঠেছে।
সংস্থার কর্ণধার শ্রী মলয় পীট জানান,” বুধবার অর্থাৎ ২৯ শে এপ্রিল থেকে নার্সিংহোমের মূল ভবনটি সম্পূর্ণরূপে কোভিড রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হবে এবং মিলবে অত্যাধুনিক পরিষেবা।”অর্থাৎ শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং হোম বর্তমানে আপাতত কোভিড হাসপাতাল হিসাবেই কাজ করবে। ব্যবসায়িক স্বার্থের ঊর্ধ্বে উঠে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
পাশাপাশি মলয়বাবু জানিয়েছেন, সাধারন সব ধরনের চিকিৎসা, অপারেশান, ওপিডি সহ যাবতীয় পরিসেবার কোনও কিছু বিঘ্নিত হবে না। এই সমস্ত পরিসেবা পাওয়া যাবে নার্সিংহোমের পাশেই নতুন ভবনটিতে। শুধুমাত্র জরুরী কালীন পরিস্থিতিতে মূল নার্সিংহোমটিকে কোভিড- হাসপাতলে রূপান্তরিত করা হয়েছে। এভাবে একটি বেসরকারি নার্সিংহোম এই অতিমারী পরিস্থিতিতে জনকল্যাণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। যা দৃষ্টান্তস্থাপন করেছে রাজ্য সহ সারা দেশে। এমনই দাবি এলাকাবাসীর ।।