দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ সেপ্টেম্বর : দূর্নীতির অভিযোগে আরও তৃণমূল নেতা জেলে যাবে বলে জানিয়ে গেলেন বোলপুরের বিজেপি নেতা অনুপম হাজরা । দীর্ঘদিন বাদ আজ মঙ্গলবার বিকালে তিনি আউশগ্রামের ছোড়া বাসস্ট্যাণ্ডে সভা করেন । অনুপম হাজরা বলেন,’আগামী দিনে ভালো সময় আসছে,বহু চোর জেলে যাবে । সবাই হয়তো তিহাড়ে যেতে পারবে না । যারা বড় বড় চোর তারা তিহাড় অব্দি যাবেন । ছোটো ছোটো চোর অর্থাৎ দিদির ভাইদের দিদির রাজ্যেই রাখা হবে ।’ তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,’তৃণমূলের বালি,কয়লা, গরু চোরদের নাম তথ্য প্রমাণ সহ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন । আপনার নাম পরিচয় গোপন থাকবে ৷’ আউশগ্রাম থেকে ৫-৬ জন তৃণমূল নেতার সিবিআইয়ের দপ্তরে ডাক পড়বে বলে জানিয়ে দেন অনুপমবাবু ।
আউশগ্রামের বিধায়ক অভেন্দানন্দ থান্ডারকে এদিন নজিরবিহীন আক্রমণ করেন অনুপম হাজরা। তিনি বলেন,’অনুব্রত মণ্ডলের টাকার হিসাব রেখে আর ফাইফরমাশ খেটে এমএলএর টিকিট পেয়েছেন অভেন্দানন্দ থান্ডার ।’ পাশাপাশি তিনি লালন শেখ নামে এক স্থানীয় তৃণমূল নেতাসহ অনান্য নেতাদের সতর্ক করে বলেন,’এখনো সময় আছে শুধরে যান ।’ এদিনের বিজেপির জনসভায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদেরও পরামর্শ দিতে শোনা যায় তাঁকে । পুলিশ কর্মীদের উদ্দেশ্যে অনুপমবাবু বলেন,’পুলিশ ডিএ পাবে না অথচ ভোটের সময় তৃণমূলের হয়ে লড়বে । কিন্তু আপনাদের এটা বোঝা উচিত যে আপনারা প্রচুর পরিমান পরিশ্রম করেন, আপনারা ছুটি পান না, উৎসবের দিনে পরিবারের সঙ্গে থাকতে পারেন না, অথচ ডিএ-এর কথা উঠলেই মুখ্যমন্ত্রী চুপ থাকেন । তাই বলবো আপনারা আর তৃণমূলের ক্যাডার হবেন না ।’ বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে পুলিশ যথা সময়ে ডিএ পাবেন বলেও তিনি প্রতিশ্রুতিও দিয়ে যান ।
সেই সঙ্গে সংগঠনকে মজবুত করতে তিনি দলীয় নেতাদের ছোটো ছোটো ‘টিফিন বৈঠক’ করার আহ্বান জানান । অনুপমবাবু বলেন,’সন্ধ্যা বেলায় সবাই চায়ের দোকানে বসে চপ মুড়ি চা খেয়ে টিফিন করেন৷ তাই টিফিন করতে করতে সবার সঙ্গে বসুন। তাতে নিজেদের দলের নেতা কর্মীর সঙ্গে হৃদতা বাড়বে৷ কোন এলাকার সংগঠন দূর্বল রয়েছে আমাকে জানাবেন ।’
অনুপম হাজরা এদিন সাংসদ কোটার বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । তিনি বলেন,’তৃণমূলে সাংসদ থাকা মানে সাদা কাগজে রাবার স্ট্যাম্প মারতে হবে। কারণ সাংসদ কোটার পঁচিশ কোটি টাকা মারার জন্যই তৃণমূল আছে । তৃণমূলের সবাই চোর ।’ বোলপুর লোকসভায় বিজেপি জিতবে বলে দৃঢ় ভাবে জানান অনুপম । পাশাপাশি তিনি জানান,বোলপুর সাংগঠনিক জেলায় নতুন করে সংগঠনের রদবদল হবে । যোগ্য ব্যক্তিরা পদ পাবে ।।