এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ সেপ্টেম্বর : আজ মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস । বিশেষ এই দিনটিতে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম-১ ব্লকের বেড়ুগ্রাম বান্ধব বিদ্যাপীঠে উদ্বোধন হল কন্যাশ্রী সাধারণ কক্ষের ৷ ফিতে কেটে নবনির্মিত এই কক্ষের দ্বারোদঘাটন করলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক আশীষ কুমার ঘোষ, বর্ষীয়ান শিক্ষক মানব কুমার বিশ্বাস এবং বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি মৃণাল কান্তি ভট্টাচার্য্য। শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন বিদ্যালয়ের মঞ্চে আয়োজিত হয়েছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন এবং শিক্ষাবিদ তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকাদের চন্দনের ফোঁটা, উত্তরীয়, ফুলের তোড়া এবং কলম উপহারের মাধ্যমে বরণ করে নেয় ছাত্র-ছাত্রীরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের করণিক আনন্দ সরকার।
ছাত্র-ছাত্রীদের প্রচেষ্টায় পরিবেশিত হয় সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান । শিক্ষক দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন শিক্ষক-শিক্ষিকা সহ পরিচালন কমিটির সভাপতি ও সভ্যগণ। গ্রামের বিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা কমে যাওয়ার ফলে শিক্ষার মান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন অনেকেই। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি মৃণাল কান্তি ভট্টাচার্য্য বললেন,’বিদ্যালয়ে এতদিন ছাত্রী সাধারণ কক্ষ না থাকায় ছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। বয়ঃসন্ধি জনিত কারণে বিশেষ পরিস্থিতিতে অনেক সময় ছাত্রীদের বাড়ি চলে যেতে হতো। এখন থেকে সেই অসুবিধা দূর হল।’ অনুষ্ঠানের শেষে সকল ছাত্র-ছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল ।।