এইদিন ওয়েবডেস্ক,কানপুর,০৫ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের কানপুর জেলার চৌবেপুর থানা এলাকার নাথুপুর গ্রামের ধর্মান্তরের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে । একই গ্রামের বাসিন্দা হিন্দু যুবক অঙ্কিতের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের যুবতী ফারিনার । কিন্তু ফারিনার পরিবার এই সম্পর্ক মেনে না নেওয়ায় দু’জনে মাস চারেক আগে পালিয়ে বিয়ে করে । অঙ্কিতের পরিবারও ফারিনাকে পুত্রবধূ হিসেবে মেনে নেয় । হিন্দু রীতি মেনে বিয়ে করার পরেও অঙ্কিতকে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ফারিনার বাবা পেশায় মৌলবী শামীম-এর বিরুদ্ধে ।
অঙ্কিতের বাবার অভিযোগ,তার ছেলের জোর করে ধর্মান্তরিত করেছে মহম্মদ শামীম । তার ছেলের নাম রাখে চাঁদ মোহাম্মদ। তারপর শামীম তার মেয়ের সঙ্গে নিকাহ করতে বাধ্য করে । তিনি আরও জানান,তাঁর ছেলে ও ফারিনার বিয়ে হয়েছে হিন্দু রীতি মেনে। তাই তিনি ফারিনাকে মেনে নিতে প্রস্তুত ছিল। কিন্তু এরপর শামীম জোর করে তার ছেলেকে ধর্মান্তরিত করে । এই বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।
এদিকে অঙ্কিত ও ফারিনার নিকাহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এলাকায় । এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছে হিন্দু সংগঠনগুলি । তারা হুঁশিয়ারি দিয়েছেন যে পুলিশ কোনো ব্যবস্থা না নিলে তারা রাস্তায় নামতে বাধ্য হবে । চৌবেপুর থানার ইনচার্জ সঞ্জয় পান্ডে জানিয়েছেন যে ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য একটি দল গ্রামে পাঠানো হয়েছিল । অঙ্কিত ও ফারিনার বিয়ে এবং তারপর নিকাহ সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। গ্রামবাসীরা জানিয়েছেন, মুসলিম তরুণীর জেদের পরেই ধর্মান্তরিত হন অঙ্কিত । যদিও ভিডিও প্রকাশ্যে আসার পরেই অঙ্কিত ও ফারিনাকে গ্রামে পাওয়া যায়নি বলে জানা গেছে ।।
তথ্যসূত্র ও ছবি : @ লাইভ হিন্দুস্থান ।