এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৪ সেপ্টেম্বর : জি-২০ সম্মেলন বানচাল করতে কাশ্মীরের মুসলমানদের উসকানি দিচ্ছে শিখস ফর জাস্টিস (এসএফজে) নেতা খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নু । একটি অডিও বার্তায় পান্নু বলেছে যে কাশ্মীরের মুসলমানদের উচিত দিল্লিতে যাওয়া এবং সেখানে জি-২০ বৈঠক চলাকালীন রাজধানী শহর অবরোধ করা । পান্নু কাশ্মীরের মুসলমানদের আহ্বান জানায় যে শুক্রবারের নামাজের পর প্রগতি ময়দানে মিছিল করুন । এছাড়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে খালিস্তানের পতাকা উত্তোলনের ঘোষণাও করেছে ওই খালিস্তানি সন্ত্রাসী ।
এর আগে পাঞ্জাবে জি-২০ বৈঠকের আয়োজন করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছিল গুরপতবন্ত সিং পান্নু । সেই উদ্দেশ্যে ওই সন্ত্রাসবাদী পঞ্জাবের জনগণকে ১৫ ও ১৬ মার্চ রেল বন্ধ করার আহ্বান জানিয়েছিল । তবে সন্ত্রাসী পান্নুর এই আহ্বানে কোনো উৎসাহ দেখায়নি পাঞ্জাবের জনগন । ফলে তার পরিকল্পনা বানচাল হয়ে যায় ।
এসএফজে নেতা গুরপতবন্ত সিং পান্নুর গত কয়েক বছর ধরেই সক্রিয়ভাবে ভারতবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে । এমনকি কৃষকদের আন্দোলনের সময়েও তাকে উসকানিমূলক ভিডিও বার্তা প্রকাশ করতে দেখা গেছে । ২৬ আগস্ট দিল্লির বেশ কয়েকটি মেট্রো স্টেশনের বাইরে খালিস্তানপন্থী এবং ভারত বিরোধী স্লোগান লেখা হয়েছিল । তারপর থেকেই গোয়েন্দা সংস্থাগুলি আরও সতর্ক হয়ে উঠেছে ।।