এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা,০৪ সেপ্টেম্বর : বিজেপির সমর্থন নিয়ে ভোটে জিতে বেইমানি করলেন কোচবিহার জেলার দিনহাটা ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্যা মিরাতুন বিবি । আজ সোমবার তিনি আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে । দিনহাটা-২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য এদিন দলীয় কার্যালয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দেন।
সাহেবগঞ্জের ৭/৯০ নং বুথে নির্দল প্রার্থী হিসাবে বিগত পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হন মিরাতুন বিবি । ওই বুথে বিজেপির কোনো প্রার্থী ছিল না । তৃণমূলের ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, ‘ভোটে জেতার পর থেকেই ৭/৯০ নং বুথের নির্দল প্রার্থী আমাদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছিলেন । এদিন দুই শতাধিক দলীয় কর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি আমাদের দলে যোগদান করেছেন । এতে আমাদের দলের অনেকটাই শক্তিবৃদ্ধি হল ।’ তিনি আরও দাবি করেন,’বিজেপির দুই পঞ্চায়েত সদস্যও আমাদের সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছেন । খুব শীঘ্র তাদেরও যোগদান করানো হবে ।’
যদিও বিজেপির কোচবিহার জেলা সম্পাদক জীবেশ বিশ্বাস বলেছেন,’সাহেবগঞ্জের ৭/৯০ নং বুথে আমাদের কোনো সংখ্যালঘু প্রার্থীই ছিল না । তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীই সেখানে নির্দল প্রার্থী দিয়েছিল । এদিন নিজের দলের কর্মীকেই দলে যোগদান করিয়েছে তৃণমূল । ভবিষ্যতে যদি দেখি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে তৃণমূলে যোগদান করানো হচ্ছে তাহলে অবাক হব না । এরা ভাঁওতাবাজ ।’
প্রসঙ্গত,সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২২ টি । এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৭ টি,বিজেপি ২ টি, নির্দল ২ টি এবং ১ টি আসনে জেতে সিপিএম । ভোটের ফলাফল ঘোষণার অব্যবহিত পরেই সিপিএমের বিজিত প্রার্থী তৃণমূলে যোগদান করেন । এদিন একজন নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে শাসকদলের মোট আসন সংখ্যা হল ১৯ ।।