হে পুরুষ!
তুমি শ্রেষ্ঠ!
তুমি নাকি পাষন্ড, অমানবিক, অমানুষ,
তুমি ধর্ষক, তুমি প্রতারক, প্রবঞ্চক!
তুমি সর্বকনিষ্ঠ জীব এ বিশ্বের!
তবে তুমি যদি পুরুষ সিংহই হও
তাহলে কি করে পারে সবাই তোমাকে ঠকাতে?
‘নির্যাতন’ শব্দটি শুধু কেবল একটি সম্প্রদায়ের ব্যক্তিগত সম্পত্তি নয়।
তুমিও যে প্রতিদিন নির্যাতিত হও মননে, সত্ত্বায়।
ধর্ষিত হও প্রতি মুহূর্তে নিজের সত্ত্বার কাছে,
ভূলুণ্ঠিত হয় আত্মমর্যাদা।
এর কোনো সুআইন, বিচার নেই
আদালতে।
এরপরও গোটা সমাজ আঙ্গুল তুলবে, বলবে অমানুষ?
কে প্রকৃত মানুষ আর কে তা নয়
এর ব্যাখ্যা যে পুরুষেই সীমাবদ্ধ নয়
এ কবে বুঝব আমরা?
একটি নারীও হতে পারে প্রতারক,
একজন নারীও হতে পারে প্রবঞ্চক, অমানবিক, পাষন্ড, ধর্ষক।
এমন সমাজ আসবে কবে
যেদিন নারী-পুরুষের বিভাজন নয়,
সম্মান-সুযোগের বেশি কম নয়,
উভয়ই প্রকৃত মানুষ হিসাবে সম মর্যাদা পাবে।