এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার ভাতারে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল স্কুল শিক্ষকের । জানা গেছে, ভাতার থানার নতুনগ্রামের বাসিন্দা পঞ্চাশোর্ধ ওই ব্যক্তি বর্ধমানের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতাও করতেন । দিন পাঁচেক আগে একাধিক উপসর্গ নিয়ে তিনি ভাতার হাসপাতালে কোভিড পরীক্ষা করাতে গেলে তাঁর কোভিড পজিটিভ ধরা পড়ে । অবস্থার অবনতি হলে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল । কিন্তু সোমবার রাতে ওই নার্সিংহোমে তাঁর মৃত্যু হয় । মঙ্গলবার তার দেহ সতর্কতার সঙ্গে নতুনগ্রামে নিয়ে এসে সৎকার করা হয় । কোভিড আক্রান্ত হয়ে ওই শিক্ষকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । এদিন ওই শিক্ষকের বাড়ির আশপাশে গ্রামের লোকজনদের ঘেঁষতে দেখা যায়নি ।
ভাতার এলাকায় প্রতিদিনই কিছু না কিছু কোভিড আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে । জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে,গত শনিবার ভাতারে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন । রবিবার সংখ্যাটা পৌঁছোয় ৩৯ এ । সোমবার ২০ জনের কোভিড পজিটিভ ধরা পড়ে । মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২৫ জন । ভাতার বাজার এলাকাতেই বর্তমানে বেশ কয়েকজন কোভিড পজিটিভ রোগী রয়েছেন বলে খবর ।
ভাতার স্টেট জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বিগত তিনদিনের নিরিখে কোভিড পরীক্ষা করাতে আসাদের মধ্যে শতকরা ২৫ – ২৮ শতাংশ মানুষের কোভিড পজিটিভ ধরা পড়েছে । এর ফলে একদিকে যেমন উদ্বেগে রয়েছে স্বাস্থ্য দপ্তর তেমনি আতঙ্কিত মানুষদের মধ্যে কোভিড ভ্যাকসিন নেওয়ার প্রবনতাও বহু গুণ বৃদ্ধি পেয়েছে । কিন্তু অপর্যাপ্ত ভ্যাকসিন এবং স্বল্প পরিকাঠামোর মধ্যে টিকাকরণের কাজ সামাল দিতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের ।
জানা গেছে,বিগত বেশ কিছুদিন ধরে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার জন্য ব্যাপক ভিড় হচ্ছে । এদিনও ভ্যাকসিন নিতে আসা মানুষের লম্বা লাইন লক্ষ্য করা যায় । ভিড় নিয়ন্ত্রন করতে হস্তক্ষেপ করতে হয় ভাতার থানার পুলিশকে।
অন্যদিকে ক্রমবর্ধমান করোনা সংক্রমনের জেরে আগামী একসপ্তাহের জন্য “সিজ ওয়ার্ক” ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন কাটোয়া বার আ্যাসোশিয়েশনের সভাপতি অরিন্দম চট্টোপাধ্যায়।।