এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,০৩ সেপ্টেম্বর : তেলেঙ্গানায়(Telangana) বোন ও তার মুসলিম প্রেমিকের হাতে নির্মমভাবে খুন হলেন ২৪ বছর বয়সী এক তরুনী । ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার জাগতিয়াল (Jagtial) জেলার কোরুতলা (Korutla) শহরের ভীমুনিদুব্বা (Bhimunidubba) এলাকায় । পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার বি দীপ্তি (B Deepthi) নামে ওই তরুনীকে তার বোন চন্দনা (Chandana) ও তার প্রেমিক উমর শেখ সুলতান (Umar Shaikh Sultan) মিলে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে । এই ঘটনায় চন্দনা ও তার প্রেমিক উমরের পাশাপাশি উমরের মা সৈয়দ আলিয়া(Syed Alia), তার বোন ফাতিমা(Fatima) ও তার বন্ধু হাফিজকেও (Hafeez) গ্রেফতার করেছে পুলিশ ।
জানা গেছে,ঘটনাটি ঘটে গত ২৯ আগস্ট ভোরে । ওই দিন দীপ্তির বাবা-মা শহরের বাইরে গিয়েছিলেন । বাড়িতে ছিলেন দীপ্তি এবং তার ছোট বোন চন্দনা । সেই সূযোগে চন্দনা ও তার প্রেমিক উমর শেখ সুলতান মিলে বাড়ি থেকে দেড় লাখ টাকা ও ৭০ ভরি সোনার গহনা চুরি করে পালানোর চেষ্টা করছিল । এদিকে তখন নিজের ঘরে ঘুমচ্ছিলেন দীপ্তি । কিন্তু আওয়াজে তার ঘুম ভেঙে যায় । তিনি বোন ও তার প্রেমিককে চুরি করতে দেখে বাধা দেন । তখন ওই দু’জন মিলে ওড়না দিয়ে দীপ্তির গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায় ।
জানা গেছে,প্রেমিক উমর শেখ সুলতানের সাথে মুম্বাইতে পালিয়ে বিয়ে করতে চেয়েছিল চন্দনা । সেই কারনে তারা দীপ্তির বাড়িতে রাখা নগদ টাকা ও গহনা চুরি করার পরিকল্পনা করেছিল । তাদের সক্রিয়ভাবে উৎসাহিত করার অভিযোগ রয়েছে উমরের মা,বোন ও এক বন্ধুর বিরুদ্ধে ।।