দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০১ সেপ্টেম্বর : ভরা এজলাস । বিচারপ্রার্থী ও আইনজীবীরা তখন বিচারক আসার অপেক্ষায় রয়েছেন । ঠিক সেই সময় হঠাৎ এজলাসে ঢুকে পড়ল একটা সাপ । যা ঘিরে হুলুস্থুল কান্ড বেধে গেল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালতে । শেষে ববদপ্তরের কর্মীরা এসে সাপটি ধরে নিয়ে গেলে বেশ কিছুক্ষণ পর ফের আদালতের কাজ শুরু হয় । বনকর্মী সমীর হাজরা বলেন,’সাপটি চিতি প্রজাতির এবং বিষধর ।’
জানা গেছে,আজ শুক্রবার সকাল সাড়ে এগারটো নাগাদ কাটোয়া মহকুমা অতিরিক্ত জেলা জজ ও দায়রা(দ্বিতীয় )আদালতের এজলাসে এই ঘটনাটি ঘটে । ভরা এজলাসের মধ্যে সাপটিকে ঢুকে ঘোরাঘুরি করতে দেখেন মঙ্গল সাহা নামে এক পুলিশ কর্মী । তিনি সকলকে সতর্ক করে দিলে কার্যত হুলুস্থুল কান্ড বেধে যায় । শুরু হয় এজলাস ছেড়ে পালানোর জন্য হুড়োহুড়ি । তাদের মধ্যে কয়েকজন সাহস ধরে সাপটিকে এজলাস থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু তারা ব্যর্থ হন । এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে । খবর পেয়ে বনদপ্তরের দুই কর্মী প্রায় ঘন্টা দেড়েকের প্রচেষ্টায় সাপটিকে বস্তাবন্দি করে । পরে সেটি ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া হয় । এই ঘটনার জন্য বেশ কিছুক্ষণ আদালতের কাজ ব্যাহত হয় ।।