এইদিন ওয়েবডেস্ক,জোহানেসবার্গ,০১ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে ৭৩ জনের মৃত্যু হয়েছে । গুরতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অন্তত ৪৩ জন মানুষ ।অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয় । কর্মকর্তারা জানিয়েছেন তদন্ত চলছে ।
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে,আগুনের সূত্রপাত একটি পাঁচতলা ভবনে যেখানে বেশিরভাগ বাস্তুচ্যুত মানুষ বাস করত । শহরের কর্মকর্তারা বলেছেন যে এই ভবনের কিছু কক্ষ অপরাধী চক্র ভাড়া দিয়ে থাকতে পারে।
প্রসঙ্গত,জোহানেসবার্গ হল বিশ্বের সবচেয়ে অপরিকল্পিত শহরগুলির মধ্যে একটি যেখানে ব্যাপক দারিদ্র্য, বেকারত্ব এবং বস্তির সংকট রয়েছে ৷ তথ্য অনুযায়ী, এই শহরে প্রায় ১৫,০০০ গৃহহীন মানুষ রয়েছে । বিগত পাঁচ বছরে এই শহরে অগ্নিকাণ্ডে শতাধিক বাড়িঘর পুড়ে ছারখার হয়ে গেছে। জোহানেসবার্গ তীব্র বিদ্যুতের ঘাটতিতে ভুগছে, বাসিন্দাদের আলো ও তাপের জন্য কাঠের আগুন ও মোমবাতির উপর নির্ভর করতে বাধ্য হয় ।