এইদিন ওয়েবডেস্ক,বালি(হাওড়া),৩১ আগস্ট : এটিএম-এর টাকা বের হওয়া রাস্তায় অত্যাধুনিক যন্ত্র লাগিয়ে অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে হাওড়ার বালি এলাকায় । এই ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে মহম্মদ সাহিল (Md. Sahil,34) নামে এক প্রতারককে হাতেনাতে ধরেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি কলকাতার তিলজলা থানার ২৮এ, গোলাম জিলানী খান রোডের বাসিন্দা মেহেবুব আলম(Mehebub Alam)-এর ছেলে ।
জানা গেছে,বিগত কয়েক মাস ধরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লিলুয়া শাখার এটিএমে এই প্রতারণা ঘটনা ঘটছিল । বালি পৌরসভার বিপরীতে জিটি রোডের ঠিক পাশেই রয়েছে ওই এটিএমটি । সকালের দিকে যখন গ্রাহকদের আনাগোনা কম থাকত তখনই মূলত হানা দিত প্রতারক । গ্রাহকরা এটিএম কার্ড ঢোকানোর পর টাকা ডেবিট হওয়ার মেসেজ দিলেও টাকা বের হত না গ্রাহকদের । নেট ওয়ার্কের সমস্যা মনে করে বিরক্ত গ্রাহকরা চলে গেলে দূর থেকে নজর রাখা মহম্মদ সাহিল এসে টাকা বের হওয়ার জায়গায় আগে থেকে তার লাগানো ধাতব পাত বের করে সেই টাকা তুলে নিত ।
জানা গেছে,গ্রাহকদের কাছ থেকে প্রতারণার একের পর এক অভিযোগ পেয়ে গত ২৫ আগস্ট বালি থানার পুলিশের দ্বারস্থ হন ব্যাঙ্ক ম্যানেজার । এদিকে অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ । এটিএমের অদূরে ওঁত পেতে বসে থাকেন বালি থানার পুলিশের একজন হোমগার্ড । পাশাপাশি এটিএমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ প্রতারক মহম্মদ সাহিলকে চিহ্নিত করে রাখে । এদিন সাহিল যথারীতি এটিএমের টাকা বের হওয়ার জায়গায় অত্যাধুনিক ডিভাইস লাগিয়ে গ্রাহক আসার জন্য বাইরে অপেক্ষা করতে থাকে । গ্রাহক চলে যাওয়ার পরেই সে টাকা হাতানোর জন্য এটিএম কাউন্টারে ঢুকে পড়ে । এদিকে দূরে নজর রাখা হোমগার্ডের কাছ থেকে খবর পেয়ে ততক্ষণে বিশাল পুলিশবাহিনী গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে । তারপর পুলিশ হাতেনাতে ধরে ফেলে প্রতারক মহম্মদ সাহিলকে ।
ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০,৪৬৭,৪৭১ এবং ১২০(বি) ধারায় মামলা রজু করে এদিন আদালতে তোলা হয় । পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃত প্রতারককে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে । পুলিশ জানিয়েছে,এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে ।।