এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),৩১ আগস্ট : ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে । এযাবৎ ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক আদিবাসী মহিলার । মৃতার নাম লক্ষী মার্ডি(৫৪) । তাঁর বাড়ি ভাতার থানার দুধবাগান গ্রামের আদিবাসী পাড়ায় । আজ বৃহস্পতিবার ভোরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই প্রৌঢ়ার ।
ভাতার ব্লকের মাহাতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুধবাগান গ্রাম । পঞ্চায়েতের প্রধান স্বপন মাড্ডি বলেন,’বিগত দুই তিনদিন ধরে গ্রামের আদিবাসী পাড়ায় ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে । প্রাথমিকভাবে জানা গেছে,ওই পাড়ার একটি পুকুর থেকে ডায়েরিয়া ছড়িয়েছে । একজন মহিলারও মৃত্যু হয়েছে বলে শুনেছি । পাড়ার বাসিন্দাদের ওই পুকুরের জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ।’
জানা গেছে,কয়েকদিন ধরেই আদিবাসীপাড়ার বাসিন্দা লক্ষী মার্ডির বমি বমি ভাব ও বমি, পেটে ব্যথা, পায়খানার উপসর্গ দেখা দেয় । বুধবার গভীর রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । এদিকে মহিলার মৃত্যুর খবর পেয়েই স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে এদিন সকালে দুধবাগান গ্রামের আদিবাসী পাড়ায় জলের গাড়ি পাঠানো হয় ।
এই বিষয়ে ভাতার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সংঘমিত্রা ভৌমিক বলেন,’আমরা ওই এলাকায় মেডিকেল টিম পাঠিয়েছি। সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার মানুষদের সচেতন করা হচ্ছে।’।