এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,৩০ আগস্ট : চাঁদের দক্ষিণ মেরুতে অক্সিজেন সহ অনেক মৌলের উপস্থিতির প্রমাণ পেয়েছে রোভার প্রজ্ঞান । ইসরো সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ টুইট করে জানিয়েছে যে প্রজ্ঞান রোভারের লেজার ইন্ডুসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপি ( LIBS) পেলোড চন্দ্র পৃষ্ঠে আটটি মৌল সনাক্ত করেছে । ওই আটটি মৌল হল অক্সিজেন (O), অ্যালুমিনিয়াম (Al), ক্যালসিয়াম (Ca), আয়রন (Fe), ক্রোমিয়াম (Cr), টাইটানিয়াম (Ti), ম্যাঙ্গানিজ (Mn) এবং সিলিকন (Si) এবং সালফার (S)। বর্তমানে হাইড্রোজেনের অনুসন্ধান চলছে ।
চাঁদে অক্সিজেনের অস্তিত্ব খুঁজে পাওয়া একটি বড় অর্জন বলে মনে করা হচ্ছে । তবে চাঁদে এখনও হাইড্রোজেন পাওয়া যায়নি। যদি হাইড্রোজেনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তাহলে চাঁদেও জলের অস্তিত্ব থাকবে বলে মনে করা হচ্ছে । এর আগে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা জানিয়েছিল প্রজ্ঞান । প্রজ্ঞানের পাঠানো তথ্য অনুযায়ী চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে । কিন্তু পৃষ্ঠের ৮ সেন্টিমিটার নীচে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস । চন্দ্রপৃষ্ঠের উপরিভাগের থেকে অভ্যন্তরের তাপমাত্রার এত পার্থক্যে ইসরোর বিজ্ঞানীরা অনুমান করছেন যে চন্দ্রপৃষ্ঠের অভ্যন্তরে জমাট বাঁধা বরফের অস্তিত্বও মিলতে পারে ।।