এইদিন ওয়েবডেস্ক,কেনিয়া,৩০ আগস্ট : কেনিয়ায় দুই খ্রিস্টানকে শিরোচ্ছেদ করে হত্যা করেছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-শাবাব-এর সন্ত্রাসীরা । গত সপ্তাহের মঙ্গলবার সকালে লামু-উইতু-গারসেন সড়কের ল্যাঙ্গো লা সিম্বা এলাকার কাছে ওই হামলা হয় । নিহতদের মধ্যে একজন লরি চালক এবং অন্যজন ওই লরির খালাসি । লামু পশ্চিমের ডেপুটি কাউন্টি কমিশনার গ্যাব্রিয়েল কিওনি বলেছেন, ওইদিন সকাল সাড়ে ৬ টা থেকে ৭ টার মধ্যে সশস্ত্র সন্ত্রাসবাদীরা ভারী অস্ত্রসস্ত্র নিয়ে লরিটাকে আটকায় । বাধা দিলে সন্ত্রাসীরা লরির চালক ও খালাসির গলা কেটে হত্যা করে । কিওনি বলেন, সন্ত্রাসীরা এর আগে সোমবার রাতে লামু পশ্চিমের সালামা গ্রামে আটটি বাড়ি ও একটি গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে । তিনি জানান,সন্ত্রাসবাদীদের বয়স ৩০ থেকে ৬০ বছরের মধ্যে । সোমবার রাত ৮.৩০ থেকে ১১টার মধ্যে গ্রামে হামলা চালিয়ে টেলিভিশন সেট, সোলার প্যানেল, বাতি, ভুট্টার আটা ও ছাগলসহ গৃহস্থালির জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
সালামা রিডিমড গসপেল চার্চের যাজক পিটার মুথেঙ্গি বলেছেন,’আমার চার্চের ভিতরে স্পিকার, চেয়ার এবং অন্যান্য অনেক সামগ্রী ছিল, যার সবগুলোই পুড়ে ছাই হয়ে গেছে । আমরা ৩,০০,০০০ অর্থ মূল্যের সম্পত্তি হারিয়েছি । এই জায়গায় নিরাপত্তাহীনতার ঘটনার স্থায়ী সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমরা বারবার সন্ত্রাসবাদীদের আক্রমণে ক্লান্ত ।’।