এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,৩০ আগস্ট : বোনকে ইভটিজিং-এর প্রতিবাদ করায় ১৬ বছরের হিন্দু কিশোরকে নির্মমভাবে পিটিয়ে খুন করল মুসলিম কিশোররা । উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার তুর্কপুরওয়া এলাকার ঘটনা । নিহত কিশোরের নাম সত্যম শর্মা । তার বাড়ি পুরাদালু গ্রামে । এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতরা গ্রামপ্রধান মোহাম্মদ ইউসুফের পরিবারের সদস্য এবং সত্যমকে ইউসুফের বাড়ির সামনেই পিটিয়ে মারা হয় বলে অভিযোগ । অভিযোগ,নিহত কিশোরের খুড়তুতো বোন ইউসুফের বাড়ির সামনে গিয়ে তার ভাইকে বাঁচানোর জন্য কাতর আর্তি জানিয়েছিল । কিন্তু ইউসুফ ও তার পরিবারের লোকজন মেয়েটির কোনো কথায় কর্নপাত করেনি । অভিযুক্ত গ্রামপ্রধান মোহাম্মদ ইউসুফ ও মহসিনসহ বাকি অভিযুক্তদের বাড়ি বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার দাবিতে তুমুল বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৮ আগস্ট) । পরমানন্দ ইন্টার কলেজের ছাত্র সত্যম শর্মা ওইদিন স্কুল ছুটির পর খুড়তুতো বোনের সঙ্গে বাড়ি ফিরছিল । কিন্তু তারা তুর্কপুরওয়া এলাকার আসতেই মুসলিম সম্প্রদায়ের কিছু ছাত্রের দ্বারা তার বোনকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরাও একই বিদ্যালয়ের ছাত্র । নিহত কিশোরের বোন বলেছে,’সোমবার স্কুল বন্ধ হওয়ার পর আমরা দুজনেই বাড়ি যাচ্ছিলাম। তুর্কপুরওয়া মহল্লার বাসিন্দা আমাদের স্কুলের কয়েকজন মুসলিম ছাত্র আমার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল । আমি চিৎকার করলে আমার ভাই তাদের মুখোমুখি হয় এবং প্রতিবাদ করে । তখন ওই মুসলিম ছেলেরা আমার ভাইয়ের ওপর হামলা চালায়। মাটিতে পড়ে যাওয়া পর্যন্ত তাকে ব্যাট দিয়ে ব্যাপক আঘাত করে । ভাই অচেতন হয়ে পড়লে হামলাকারীরা হুমকি দিতে দিতে পালিয়ে যায় ।’
এদিকে এই ঘটনায় অভিযুক্তদের বাড়িতে বুলডোজার চালানোর দাবিতে সোমবার গভীর রাতে খেরি চকের কাছে অবরোধ করে ক্ষিপ্ত জনতা । মঙ্গলবারও বিক্ষুব্ধ জনতা আবার রাস্তায় নামে । মহিলারা লাঠি ও রড নিয়ে খেরি থানায় ঢোকার চেষ্টা করে । জানা গেছে,পুলিশ প্রথমে ঘটনাটিকে স্কুলে বিরোধের মারধরের ঘটনা বলে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে । কিন্তু নির্যাতিতার পরিবার স্পষ্টভাবে জানায় যে সত্যম তার বোনের শ্লীলতাহানির বিরোধিতা করার জন্য তাকে খুন করা হয়েছে । কর্তব্যে গাফেলতির অভিযোগে খেরি থানার ইনচার্জ নবীন কুমার সিং এবং ফাঁড়ির ইনচার্জকে বরখাস্ত করেছেন প্রয়াগরাজের পুলিশ কমিশনার ।।