এইদিন ওয়েবডেস্ক,ডোডা,২৯ অগাস্ট : জম্মুর ডোডা জেলায় সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করার চেষ্টাকারী পাকিস্তান-ভিত্তিক ২ সন্ত্রাসবাদীর সম্পত্তি বাজেয়াপ্ত করল প্রশাসন । ওই দুই সন্ত্রাসবাদীর মধ্যে লাল দীনের (Lal Din) কিশতওয়ারের মুগাল ময়দানে অবস্থিত প্রায় ১৩ কানাল এবং কট্টর সন্ত্রাসী আব্দুল রশিদের (Abdul Rashid) ফাগসু ঠাথরি গ্রামে অবস্থিত ৪ কানাল জমি বাজেয়াপ্ত করা হয়েছে ।
ডোডা জেলা পুলিশ জানিয়েছে যে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীর (পিওকে) থেকে পরিচালিত আরও ১৪ জন সন্ত্রাসীর সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য একটি প্রক্রিয়া শুরু করা হয়েছে । তার মধ্যে রয়েছে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ডোডা জেলার গান্দোহের বাসিন্দা মোহাম্মদ আমিন(Mohammad Amin ) এবং মোহাম্মদ আশরাফ (Mohammad Ashraf )। তারা দুই ভাই । যারা ১৯৯০-এর দশকের শুরুতে কাশ্মিরী পন্ডিত ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করার পর পাকিস্তানে পালিয়ে গিয়েছিল ।
ডোডা এসএসপি আব্দুল কাইয়ুম(Abdul Qayyum) বলেছেন,’এখন পর্যন্ত আমরা দুটি ক্ষেত্রে সম্পত্তি সংযুক্ত করেছি (ঘোষিত অপরাধীদের অন্তর্গত) এবং আমরা আদালতের আদেশ অনুসারে রাজস্ব বিভাগের কাছ থেকে ১৪ টি মামলায় সম্পত্তির বিবরণ চেয়েছি । আরও এমন ১৬ টি মামলা রয়েছে যার মধ্যে দুটি সন্ত্রাসী মামলার সাথে সম্পর্কিত ।’।